ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনা ছেড়েছে কলকাতার মৈত্রী বাস

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৩১ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনা ছেড়েছে কলকাতার মৈত্রী বাস

নিজস্ব প্রতিবেদক, খুলনা : পরীক্ষামূলক চালু হওয়া খুলনা-কলকাতা রুটের মৈত্রী বাস দুটি খুলনা ছেড়ে গেছে।

 

বুধবার বিকেলে বাস দুটি কলকাতার উদ্দেশে খুলনা সার্কিট হাউজ ছেড়ে যায়।

 

পরীক্ষামূলক মৈত্রী বাস দুটিতে আসা প্রতিনিধি দলকে বিদায় জানান জেলা প্রশাসক নাজমুল আহসান। 

 

এর আগে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে কলকাতা থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে যশোর হয়ে খুলনা সার্কিট হাউজে এসে পৌঁছায় বাস দুটি।

 

পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট বিভাগের স্পেশাল সেক্রেটারি বিশ্ব মাধব দাস গুপ্তের নেতৃত্বে মৈত্রী বাস দুটিতে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল খুলনায় আসেন।

 

ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করতে একমাসের মধ্যে এ রুটে বাণিজ্যিকভাবে বাস চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট বিভাগের স্পেশাল সেক্রেটারি বিশ্ব মাধব দাস গুপ্ত। ভারত থেকে আসা প্রতিনিধি দল বুধবার সকালে বাগেরহাটের ঘাট গম্বুজ মসজিদ, খানজাহান আলীর (র.) মাজার ও অযোদ্ধার মঠ পরিদর্শন করেন।

 

 

রাইজিংবিডি/খুলনা/৩১ আগস্ট ২০১৬/মুহাম্মদ নূরুজ্জামান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়