ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জঙ্গিবাদে জড়িতদের উচ্ছেদ করা রাজনৈতিক কর্তব্য : ইনু

নাসির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ২ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিবাদে জড়িতদের উচ্ছেদ করা রাজনৈতিক কর্তব্য : ইনু

নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও তাদের রাজনৈতিক অংশিদারদের একসঙ্গে উচ্ছেদ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে প্রধান জাতীয় রাজনৈতিক কর্তব্য।

 

শুক্রবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভার শুরুতে তিনি এ কথা বলেন।

 

ইনু জানান, জঙ্গিবাদবিরোধী অভিযানের পদ্ধতি নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টি করে খালেদা জিয়া ও বিএনপি জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে। খালেদা জিয়া ও বিএনপি একই কায়দায় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেয়েছিলেন।

 

খালেদা জিয়া ও বিএনপি যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গে পার্টনারশিপের রাজনীতি ছাড়তে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার। জঙ্গিবাদবিরোধী অভিযান সাফল্যের পথে পরিচালিত করতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

 

সভায় বক্তব্য রাখেন, দলের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহসভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান শওকত, শাহ জিকরুল আহমেদ, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৬/নাসির/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়