ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভয়ে হরতাল প্রত্যাহার করেছে শিবির: স্বরাষ্ট্রমন্ত্রী

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৯ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
ভয়ে হরতাল প্রত্যাহার করেছে শিবির: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর, ৩০ জুন: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বৈরী আবহাওয়া নয়, যুব সম্প্রদায়ের কাছে প্রতিহত হওয়ার ভয়ে হরতাল প্রত্যাহার করেছে শিবির।

তিনি বলেন, শিবিরের জঙ্গি গোষ্ঠীরা জানতে পেরেছে, দেশের প্রতিটি স্থানে যুব সম্প্রদায় বা যুবলীগ হরতাল মোকাবিলা করবে।

গতকাল শনিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চবিদ্যালয় মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের হরতাল না করতে পারে সে জন্য দেশে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান ইউসুফ গাজী, কচুয়া উপজেলার চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের ১১ কিলোমিটার পাকাকরণ কাজের উদ্বোধন করেন।



রাইজিংবিডি / কেএস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়