ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টি-২০ বিশ্বকাপ বাংলাদেশেই: বিসিবি সভাপতি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ২৯ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
টি-২০ বিশ্বকাপ বাংলাদেশেই: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
ঢাকা, ৩০ জুন: বাংলাদেশেই ২০১৪ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপণ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকর্তাদের সাথে লন্ডনে এক বৈঠক শেষে বিসিবি সভাপতি পাপন বিবিসিকে জানান, ‘বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ আয়োজনে আইসিসির কোন সংশয় নেই। এটি বাংলাদেশেই অনুষ্ঠিত হবে।’

ভেন্যুর সমস্যা নেই জানিয়ে বিসিবি সভাপতি বলেন, যে চারটি ভেন্যুতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম- এ দুটো নিয়ে আইসিসির আপত্তি নেই।’

সিলেট ও কক্সবাজারের ভেন্যু নিয়ে সংশয়ে রয়েছে আইসিসি। বিষয়টি স্বীকার করে বিসিবি সভাপতি জানান, ‘কক্সবাজার ও সিলেট  ভেন্যু কাজ সময়মতো শেষ হবে কিনা সেটা নিয়ে আইসিসির একটা সংশয় ছিলো।’

আইসিসি সকল ভেন্যু সংস্কার কাজ শেষ করার জন্য অক্টোবর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই আইসিসিকে ভেন্যু হস্তান্তর করবে বলে বিসিবি সভাপতি আশ্বস্ত করেছেন।

ভেন্যু সংস্কার ও বিকল্প ভেন্যু নিয়ে তিনি বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যেই সব কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছি। সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের বিকল্প হিসেবে এরইমধ্যে ফতুল্লা ও বিকেএসপিতে দুটো মাঠ তৈরি রাখারও সিদ্ধান্ত নিয়েছি।’

আকসুর রিপোর্ট নিয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন, আকসুর তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন এখনো হাতে পাইনি। আশা করছি একমাসের মধ্যে পাবো।’

 

রাইজিংবিডি /ইয়াসিন হাসান/কেএস/এলএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়