ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন প্রিমিয়ার লিগে খেলতে ঢাকায় সালমান বাট

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন প্রিমিয়ার লিগে খেলতে ঢাকায় সালমান বাট

সালমান বাট

ক্রীড়া ডেস্ক : আজ সোমবার পর্দা উঠেছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০১৭-১৮ মৌসুমের। লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্টে এবার অংশ নিয়েছে ১২টি দল।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তানের সালমান বাট। এখানে খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র পেয়েই তিনি ঢাকায় এসেছেন। পুরো টুর্নামেন্টের জন্যই তাকে পাচ্ছে মোহামেডান। বুধবার মোহামেডানের প্রথম ম্যাচ থেকেই তাকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে ক্লাবটির।

ঢাকায় এসে বাংলাদেশের ক্রিকেটের ভূয়সী প্রশংসা করে সালমান বাট বলেন, ‘অনেকদিন পর এখানে আসতে পেরে ভালো লাগছে। সময়ের বিবর্তনে বাংলাদেশ এখন উচ্চমানের ক্রিকেট খেলুড়ে দেশে পরিণত হয়েছে। তারা তাদের খেলাটাকে অনেক উন্নত করেছে। নিজেদের যোগ্যতা বার বার প্রমাণ করেছে। সে কারণে ঘরোয়া ক্রিকেটেও বেশ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।’

ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের প্রশংসা করে তিনি বলেন, ‘মোহামেডান একটি ঐতিহ্যবাহী দল। অতীতে এই দলের হয়ে অনেক পাকিস্তানি ক্রিকেটার খেলে গেছেন। আশা করছি আমি তাদের দলে অবদান রাখতে পারব। সাকিব আল হাসান মোহামেডানকে নেতৃত্ব দিবেন। তার নেতৃত্বে আশা করছি এই মৌসুমে ভালো কিছু হবে।’

মোহামেডানের কর্মকর্তা ওয়াসিম খান পাকিস্তানের সালমান বাটকে দলে নেওয়ার বিষয়ে বলেন, ‘সে ভালো ফর্মে আছে। আশা করছি আমাদের জন্য সে খুবই কার্যকরী ভূমিকা রাখবে। তাকে পুরো টুর্নামেন্টের জন্যই পাচ্ছি আমরা। প্রথম ম্যাচ থেকেই তাকে খেলানোর চিন্তাভাবনা আছে আমাদের।’

তথ্যসূত্র : ক্রিকইনফো



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়