ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাইফের সেঞ্চুরি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাইফের সেঞ্চুরি

১০৮ রান করেছেন সাইফ (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান।

মঙ্গলবার ফতুল্লায় আবাহনীর হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১০৮ রান করেছেন সাইফ। ১৩২ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ইনিংসটি সাজান ১৯ বছর বয়সি এই ব্যাটসম্যান।

টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাইফের দারুণ ব্যাটিংয়ে ভালো সূচনা পায় আবাহনী। দুজন গড়েন ৮৪ রানের উদ্বোধনী জুটি। বিজয় ৪৮ বলে ৪১ রান করে অলক কাপালিকে ফিরতি ক্যাচ দিলে ভাঙে এ জুটি।

বিজয় ফিরলেও দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৯৩ রানের আরেকটি বড় জুটি গড়েন সাইফ। শান্ত ফেরেন ৩৮ রান করে। সাইফ তুলে নেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। দলীয় ২০২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১০৮ রানের ইনিংসটি খেলেন সাইফ।

সাইফের পর এদিন বিকেএসপিতে সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১৩১ বলে ১১টি চারে ১০৪ রান করেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেঞ্চুরি করেছেন কলাবাগানের তাইবুর রহমানও।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়