ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির ট্যাটুতে নামছেন নেইমার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস ট্রফির ট্যাটুতে নামছেন নেইমার

ক্রীড়া ডেস্ক: ২০১৫ সালে প্রাক্তন ক্লাব বার্সেলোনাকে মর্যাদার চ্যাম্পিয়ন লিগের শিরোপা জেতাতে গরুত্বপূর্ণ ‍ভূমিকা রেখেছিলেন নেইমার। এবার মর্যাদার সেই টুর্নামেন্টে বর্তমান দল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলছেন নেইমার। পিএসজি সতীর্থদের অনুপ্রাণিত করতে ২০১৫ সালে জেতা চ্যাম্পিয়নস ট্রফির ট্যাটু নিয়ে মাঠে নামছেন নেইমার।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আগামীকাল শক্তিশালী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে নেইমারের পিএসজি। হাই-ভোল্টেজ ওই ম্যাচের আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছে ফরাসি ক্লাবটির খেলোয়াড়রা।গত মৌসুমের চেয়ে এবারের পিএসজি বেশি শক্তিশালী বলেও রিয়ালকে সতর্ক করেছেন তাদের অনেকে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় পিএসজির হয়ে দারুণ ফর্মে নেইমার। আর তাই শক্তিশালী রিয়ালের বিপক্ষে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায়ও দলের সেরা তারকার উপর প্রত্যাশাটা বেশি থাকবে দলটির ভক্তদের।

এদিকে তারকা সমৃদ্ধ রিয়ালের বিপক্ষে ভালো করতে মুখিয়ে আছেন নেইমার। দলের সমর্থক ও খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে ২০১৫ সালে বার্সেলোনার হয়ে জেতা ট্রফির ট্যাটু ইতিমধ্যেই পায়ে আঁকিয়ে নিয়েছেন তিনি। নেইমারের পায়ে আঁকা ওই ট্যাটুতে ট্রফির ছবি ও ফাইনাল ম্যাচের তারিখ উল্লেখ রয়েছে। ২০১৫ সালের জুনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দলের তৃতীয় গোলটি করেছিলেন নেইমার। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ২২২ মিলিয়ন ইউরোর নেইমার গোল পাবেন বলে বিশ্বাস ভক্তদের।

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আগামীকাল এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে উনাই এমেরির পিএসজিকে স্বাগত জানাবে রিয়াল।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়