ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিকেএসপিতে তৌহিদ ও ফতুল্লায় মজিদের সেঞ্চুরি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেএসপিতে তৌহিদ ও ফতুল্লায় মজিদের সেঞ্চুরি

আবদুল মজিদ

ক্রীড়া ডেস্ক: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে সেঞ্চুরির জোয়ার চলছে। একদিন বিরতিতে আজ মাঠে গড়িয়েছে তৃতীয় রাউন্ডের খেলা। লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে আজ আবদুল মজিদ ও শাহিনপুকুরের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন তৌহিদ হৃদয়।

লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে গত ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়েও ব্যর্থ হয়েছিলেন মজিদ। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ১১তম ম্যাচে গত ১১ ফেব্রুয়ারি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ। ওই ম্যাচে তার দল রূপগঞ্জ জয় পেলেও ব্যক্তিগত ৭০ রানে এনামুল হকের শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছিল মজিদকে।

তবে আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে হতাশ হতে হয়নি আবদুল মজিদকে। রূপগঞ্জের হয়ে ওপেনিংয়ে নেমে ১১০ রানের চমৎকার এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। ১২২ বল মোকাবিলা করে ৪টি চার ও ৮ ছক্কায় এ ইনিংস খেলে দেলোয়ার হোসেনের বলে আউট হন মজিদ।

ডিপিএলের অপর ম্যাচে সাভারের বিকেএসপিতে নতুন দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব। টস জিতে আগে ব্যাট করতে নামা শাইনপুকুর দলীয় ২৭ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে সেই বিপদ থেকে দলকে উদ্ধার করেন তৌহিদ হৃদয়। দলের গুরুত্বপূর্ণ সময়ে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৬টি চার ও ২ ছক্কায় ১১৬ বলে সেঞ্চুরি পূরণ করেন তৌহিদ হৃদয়। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে এটা তার প্রথম সেঞ্চুরি। চলমান টুর্নামেন্টের আগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংসটি খেলেছিলেন শাইনপুকুরের ডানহাতি ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়