ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাশরাফির চার বলে চার উইকেট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফির চার বলে চার উইকেট

হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছেন মাশরাফি। ছবি: জনি সোম

ক্রীড়া প্রতিবেদক, ফতুল্লা থেকে : ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকের স্বাদ পান মাশরাফি। আবাহনীর পেসার মাশরাফির দ্বিতীয় ও তৃতীয় বলে আউট হন ধীমান ঘোষ ও আব্দুর রাজ্জাক। 

হ্যাটট্রিক বলে শফিউল ইসলামের উইকেট নেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। পঞ্চম বলে মাশরাফি আউট করেন ফজলে রাব্বীকে। চার বলে চার উইকেট নিয়ে দারুণ এক রেকর্ড গড়লেন মাশরাফি।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে চার বলে চার উইকেট পেয়েছেন বাংলাদেশের দুই বোলার- আল-আমিন হোসেন ও মাহমুদউল্লাহ।



অগ্রণীর ২৯১ রান তাড়া করে জয়ের জন্য শেষ ৬ বলে ১৩ রান দরকার ছিল। মাশরাফির করা প্রথম বলে এক রান নেন আব্দুর রাজ্জাক। দ্বিতীয় বলে মাশরাফিকে তুলে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ধীমান ঘোষ। তৃতীয় বলে রাজ্জাক ক্যাচ দেন ডিপ স্কয়ার লেগে।

হ্যাটট্রিক বলটিতে শফিউলকে দিয়েছিলেন কাটার। পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন শফিউল। আর এ উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মাশরাফি। পঞ্চম বলে আবারো উইকেট মাশরাফির। ফজলে রাব্বী পুল করতে গিয়ে টপ এজ হন।  শর্ট ফাইন লেগে উইকেটরক্ষক মিথুন অসাধারণ দক্ষতায় বল তালুবন্দি করেন।

প্রথম ৬ ওভারে ২২ রানে মাশরাফি ছিলেন উইকেটশূন্য। পরের ৩.৫ ওভারে ২২ রানে মাশরাফির শিকার ৬ উইকেট। এবারের প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে মাশরাফির শিকার ২৫ উইকেট!



২০১৩ সালে প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর অষ্টম হ্যাটট্রিকের ঘটনা এটি। এবারের আসরের তৃতীয় হ্যাটট্রিক।

ঢাকা প্রিমিয়ার লিগের যত হ্যাটট্রিক

খেলোয়াড়

ম্যাচ

ভেন্যু

সাল

রুবেল হোসেন

ব্রাদার্স ইউনিয়ন বনাম গাজী ট্যাংক

সাভার

২০১৩

তাপস বৈশ্য

কলাবাগান ক্রীড়াচক্র বনাম প্রাইম ব্যাংক

বগুড়া

২০১৬

মোহাম্মদ শরীফ

শেখ জামাল বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স

ঢাকা

২০১৬

আফিফ হোসেন

আবাহনী বনাম শেখ জামাল

সাভার (৪)

২০১৭

মনির হোসেন

ভিক্টোরিয়া বনাম ব্রাদার্স ইউনিয়ন

সাভার (৪)

২০১৭

আসিফ হাসান

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শেখ জামাল

সাভার (৪)

২০১৮

মোহাম্মদ শরীফ

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স

সাভার (৩)

২০১৮

 

 

মাশরাফি বিন মুর্তজা

আবাহনী বনাম অগ্রণী ব্যাংক

ফতুল্লা

২০১৮

 


রাইজিংবিডি/ফতুল্লা/৬ মার্চ ২০১৮/ইয়াসিন/আমিনুল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়