ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিশুর আগুনে পুড়ল আবাহনী

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিশুর আগুনে পুড়ল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক : একজন বোলার একাই ৮ উইকেট নিলে প্রতিপক্ষ দলের হাল কী হতে পারে সেটা সহজেই অনুমেয়।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের পেসার ইয়াসিন আরাফাত মিশু একাই নেন আবাহনীর ৮টি উইকেট। অপর দুটি নেন টিপু সুলতান। তাতে ২৬.১ ওভারে ১১৩ রানেই গুটিয়ে যায় আবাহনী। ব্যাট হাতে আবাহনীর মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে মানান শর্মা সর্বোচ্চ ৪৬, আর মোহাম্মদ মিথুন করেন ৪০ রান। ১০টি রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। পাঁচজন ব্যাটসম্যান শূন্যরানে আউট হয়েছেন।

১১৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানেই প্রথম উইকেট হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাশরাফির বলে বোল্ড হয়ে যান মেহেদী হাসান (১০)। ২১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে গাজী গ্রুপ। এ সময় মুমিনুল হক ব্যক্তিগত ১ রানে সন্দীপ রায়ের বলে এলবিডব্লিউ হন।

এরপর অবশ্য আর কোনো উইকেট হারাতে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জহুরুল ইসলাম অমি ও পাকিস্তানের ফাওয়াদ আলম। অমি ৭৮ বল খেলে ৬টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৫২ রান করেন। ৭৩ বল খেলে ৩টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন ফাওয়াদ।

৮.১ ওভার বল করে ১ মেডেনসহ ৪০ রানে রেকর্ড ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ইয়াসিন আরাফাত মিশু। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ উইকেট নেওয়ার রেকর্ড গড়ছেন তিনি।

লিগে এটা গাজী গ্রুপ ক্রিকেটার্সের পঞ্চম জয়। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে লিগে এটা আবাহনীর তৃতীয় ও টানা দ্বিতীয় হার। ১০ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়