ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১ মার্চ জাতীয় ভোটার দিবস

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১ মার্চ জাতীয় ভোটার দিবস

জ্যেষ্ঠ প্রতিবেদক : এখন থেকে প্রতি বছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করবে সরকার।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের এ-বিষয়ক পরিপত্রে 'খ' ক্রমিকে এটা অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

১ মার্চ ভোটার দিবস কেন, জানতে চাইলে জিয়াউল আলম বলেন, মার্চ মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস। এই মাসেই আমরা ভোটাধিকার হারাতে বসেছিলাম, তাই এই দিনটিকে ভোটার দিবস হিসেবে উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক আগে থেকেই এই দিবসটি পালন করে আসছে। জনসাধারণকে ভোটার হতে উদ্বুদ্ধ করতে বাংলাদেশেও দিবসটি এখন থেকে পালন করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়