ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবাহনীর অধিনায়কত্ব না করার কারণ জানালেন মাশরাফি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবাহনীর অধিনায়কত্ব না করার কারণ জানালেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ার ড্রাফটে আবাহনী পায়নি মাশরাফিকে। তাকে পেয়েছিল নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কিন্তু পরবর্তীতে প্লেয়ার এক্সচেঞ্জ পদ্ধতিতে মাশরাফিকে শাইনপুকুর থেকে দলে টানে আবাহনী। আবাহনীতে এসেও তিনি অধিনায়কত্ব করেননি। নাসির হোসেনের কাঁধে ওঠে আবাহনীর অধিনায়কের দায়িত্বভার। কিন্তু কেন মাশরাফি আবাহনীর অধিনায়কত্ব করেননি?

আজ বৃহস্পতিবার চ্যাম্পিয়ন হওয়ার পর মাশরাফি বলেন, ‘আমি চেয়েছিলাম নাসিরই অধিনায়কত্ব করুক। বেশিরভাগ জিনিসগুলো ওই করেছে। যখন খুব প্রয়োজন হয়েছে, তখন আমি করেছি। আমি একটু রিলাক্স থাকতে চেয়েছি। ব্যক্তিগতভাবে আরও কোন কারণ নেই। একটু রিলাক্স থাকার জন্যই করা। সত্যি কথা বলতে খেলাটাতেই মনটা বেশি দেওয়ার জন্য অধিনায়কত্ব করিনি। আমি জানতাই ১৬টা ম্যাচ খেলব। অধিনায়কত্ব করলে মাঠে অনেক কিছুই করতে হয়। এই কারণে আমি রিলাক্স থেকে বোলিংটা উপভোগ করতে চেয়েছি।’

কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যে বিশ্বাস করা মাশরাফি বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। হার্ড ওয়ার্কতো অবশ্যই দরকার। তবে এখানে ভাগ্যের সহায়তাও আছে। আমি যেভাবে চাচ্ছিলাম এবার সেভাবেই সব কিছু করতে পেরেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমি যেখানে ছিলাম, সেটা ধরে রাখা। ফিটনেসে যেন ঘাটতি না হয়, সেইদিকে মনোযোগী হওয়া। এইসব জায়গায় আমি কাজ করতে চেয়েছি, কখনোই চিন্তা করিনি উইকেট নিতে হবে।’

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৬ ম্যাচে রেকর্ড ৩৯ উইকেট পেয়েছেন মাশরাফি। দ্বিতীয় স্থানে থাকা বোলারের চেয়ে তার ১০ উইকেট বেশি। এমন পারফরম্যান্সের গোপন রহস্য কী? মাশরাফি বলেন, ‘গোপন কিছুই নেই। পুরো ফোকাস রেখেছিলাম। কারণ আমি জানি আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না। এই কারণে পুরো লিগেই আমার ফোকাস ছিল। এর বাইরে ডিসিপ্লিন ছিলাম। নিয়মিত জিম করেছি, যতোটুকু অনুশীলন দরকার করেছি। খাওয়া-দাওয়ার ব্যাপারগুলোও মেনে চলেছি। উইকেটের যায়গায় আমি ভাগ্যবান বলতে হবে। কারণ, উইকেট নিয়ে আমি ভাবিনি।’



রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়