ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জয়ে শুরু করতে চায় কুমিল্লা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ে শুরু করতে চায় কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের শেষ আসরের প্রথম পর্ব দুর্দান্ত কেটেছিল কুমিল্লার। ১২ ম্যাচের ৯টি জিতে প্রথম দল হিসেবে কোয়ালিফাইয়ার নিশ্চিত করে তামিমের কুমিল্লা। কিন্তু নক আউট পর্বে গিয়ে পথ হারায় তারা।

প্রথম কোয়ালিফাইয়ারে ঢাকার বিপক্ষে ৯৫ রানে, দ্বিতীয় কোয়ারিফাইয়ারে রংপুরের বিপক্ষে ৩৬ রানের হার। তাতেই শিরোপার দৌড় থেকে ছিটকে যায় বিগ বাজেটের দল কুমিল্লা। বিপিএলের তৃতীয় আসরে শিরোপার স্বাদ পাওয়া কুমিল্লা এবার শিরোপা পুনরুদ্ধার করতে চায়। এবারও টি-টোয়েন্টির তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা।

প্রথমবারের মতো কুমিল্লায় খেলবেন শহীদ আফ্রিদি, স্টিভেন স্মিথ। এছাড়া এভিন লুইস, শোয়েব মালিক ও থিসারা পেরেরাকে দলে নিয়েছে কুমিল্লা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে তামিমের সঙ্গে আছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাইফউদ্দিন ও জিয়াউর রহমানের মতো পরীক্ষিত ক্রিকেটার। বিপিএলের অন্যান্য দলের থেকে এ দলটি বেশ ভারসাম্যপূর্ণ। প্রতিটি পজিশনে রয়েছে একাধিক সেরা ক্রিকেটার। বোলিং কিংবা ব্যাটিং দুই বিভাগেই কুমিল্লা হাই প্রোফাইল। তাই শিরোপা পুনরুদ্ধারে বেশ আত্মবিশ্বাসী দল।



দলের সিনিয়র ক্রিকেটার ইমরুল বলেছেন,‘এ বছর আমাদের দল নিয়ে আমি বেশ খুশি। কারণ প্রত্যেকটা জায়গায় ভালো খেলোয়াড় আছে। বিদেশি সবাই চলে আসছে। সবাই আজ অনুশীলন করলাম। আমার কাছে মনে এ বছর ভালো ব্যালেন্সড দল।’

গতকাল কুমিল্লা শিবিরে যোগ দিয়ে আজ অনুশীলন করেছেন আফ্রিদি ও স্মিথ। আগামীকাল কুমিল্লার প্রথম ম্যাচ সিলেট সিক্সার্সের বিপক্ষে। প্রথম ম্যাচেই তাদের সার্ভিস পাবে কুমিল্লা। দল ভালো হলেও মাঠের খেলা গুরুত্বপূর্ণ। গতবার সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর টানা পাঁচ ম্যাচ জিতেছিল তামিমের দল। এরপর ধাপে ধাপে শীর্ষে উঠে কুমিল্লা। এবার জয় দিয়ে শুরু করতে চান ইমরুল,‘শুরুটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের প্রত্যাশা ভালোমতোই শুরু করা। ব্যক্তিগত লক্ষ্য, দল যেভাবে চায় চাহিদা অনুযায়ী খেলা সেভাবেই আমি খেলব।’



বিপিএল মানেই বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। এবার শুরু থেকেই ভালোমানের বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে বিপিএলের উত্তেজনা ছড়িয়েছে শুরু থেকে। তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে নিজেদের খেলার মান আরও বাড়বে বলে বিশ্বাস ইমরুলের,

‘‘বিপিএল আসার পর থেকে আমাদের সাদা বলের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে এবং অনেক খেলা পরিবর্তন হয়েছে। এখন ১৪০-১৪৫ গতির বল সহজেই হ্যান্ডেল করতে পারি যেটা আগে ছিল না। তাদের সাথে প্র্যাকটিস করে পরবর্তী স্টেপের জন্য বা জাতীয় দলে খেলা সহজ হয়ে যায়। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম।’’



রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়