ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দল জেতায় খুশি জহুরুল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দল জেতায় খুশি জহুরুল

ক্রীড়া প্রতিবেদক : আবাহনীর বিপক্ষে মোহামেডানের আরেকটি হার। মিরপুরে আজ দারুণ বোলিংয়ে মোহামেডানকে অল্প রানে আটকে রাখে আবাহনীর বোলাররা। পরবর্তীতে জহুরুল ইসলাম অমির ব্যাটে সহজেই জয় পায় আবাহনী। 

লিগের প্রথম ম্যাচে ১২১ রানের ইনিংস খেলে আবাহনীকে জিতিয়েছিলেন জহুরুল।  আজ তার ৯৬ রানের ইনিংসে আবার জয় আবাহনীর। দলকে জিতিয়ে খুশি জহুরুল। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও দল জেতায় তৃপ্ত ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান।

 



‘আবাহনী জিতেছে, এই জন্য অনেক খুশি। সেঞ্চুরি হাতছাড়া হয়েছে…রাজীব (শাহাদাত হোসেন) বলটা আসলে অনেক ভালো করে ফেলেছে। দ্বিতীয় স্পেলে রাজীব ভালো বল করেছে’- বলেছেন জহুরুল।

আগে ব্যাটিং করে আবাহনী ২৪৮ রানে আটকে দেয় মোহামেডানকে। সেই লক্ষ্য শিরোপাধারীরা ছুঁয়ে ফেলে ১৫ বল আগে ৬ উইকেট হাতে রেখে। লক্ষ্য সহজ হলেও মিরপুরের ২২ গজে ব্যাটিং সহজ ছিল না বলে জানালেন জহুরুল।  

 



‘উইকেটটায় আড়াই শ রান খুব সহজ ছিল না। কারণ অসমান বাউন্স করছিল। দুই রকমের গতি আসছিল উইকেটে।’

‘আমাদের বোলাররা ভালো বল করেছে। আড়াইশ রানে আটকে দিয়েছে ওদেরকে। আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। আমরা ব্যাক টু ব্যাক উইকেট থ্রো করিনি। ছোট ছোট জুটিতেই ম্যাচটা সহজ হয়েছে আমাদের জন্য’- যোগ করেছেন জহরুল।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়