ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উত্তরার দুইয়ে দুই

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরার দুইয়ে দুই

ক্রীড়া প্রতিবেদক : রেলিগেশন লিগের দুই ম্যাচ জিতে অবনমন এড়াতে নিজেদের কাজ করে রাখল উত্তরা স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার তারা রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে বিকেএসপির বিপক্ষে।

বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে বিকেএসপি ৪৯.৪ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায়। জবাবে ১ উইকেট ও ৬১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে উত্তরা।

এর আগে রেলিগেশন লিগের প্রথম ম্যাচে উত্তরা হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে। দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে তারা। ১৩ ম্যাচে ৪ জয় তাদের। এক ম্যাচ কম খেলে ৩ জয় ব্রাদার্সের।

রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স বিকেএসপিকে হারাতে পারলে উত্তরা ও ব্রাদার্সের পয়েন্ট সমান ৮ হবে। দুই দলের মুখোমুখি লড়াইও সমান। রান রেটের হিসাবে উত্তরা এখন এগিয়ে আছে। শেষ ম্যাচে ব্রাদার্স বড় ব্যবধানে বিকেএসপিকে হারাতে না পারলে উত্তরা অবনমন এড়িয়ে যাবে। টানা দুই ম্যাচ হেরে বিকেএসপির প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নেমে যাওয়া নিশ্চিত হয়েছে।

বিকেএসপিতে আজ লো স্কোরিং ম্যাচে উত্তাপ ছড়িয়েছেন দুই দলের বোলাররা। শুরুতে উত্তরার পেসার আব্দুর রশিদ ৫ উইকেট নিয়ে বিকেএসপির ইনিংস ধসিয়ে দেন। পরবর্তীতে বিকেএসপির পেসার তানজিম হাসান সাকিব ৪ উইকেট নিয়ে দারুণ জবাব দেন।

পেসারদের আগুনে বোলিংয়ে ব্যাটসম্যানরা ছিলেন অসহায়। বিকেএসপির হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন আমিনুল ইসলাম। এ ছাড়া আকবর আলী ২৬, সাদমান রহমান ২৫ রান করেন। বোলারদের দাপটে দলের সাত ব্যাটসম্যান ছুঁতে পারেনি দুই অঙ্ক।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ কঠিন বানিয়ে ফেলে উত্তরা। প্রথম সারির তিন ব্যাটসম্যান আউট হয়েছেন ০, ১৬ ও ৬ রানে। চারে নামা মানান শর্মা গড়েন প্রতিরোধ। তার ৫২ রানের ইনিংসেই হাফ ছেড়ে বাঁচে উত্তরা। শেষ দিকে ২১ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আব্দুল গাফ্ফার। শেষ উইকেটে সাজ্জাদ হোসেনের সঙ্গে অবিচ্ছিন্ন ২৬ রানের জুটিতে দলের জয় নিশ্চিত করেন তিনি। ১৭ রান করেন মিনহাজুল আবেদীন।

বোলারদের দিনে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন উত্তরার আব্দুর রশিদ। ৯.৪ ওভারে ২ মেডেনে ১৮ রানে ৫ উইকেট নেন এই বোলার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়