ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তানবীরের ঘূর্ণির পর সোহানের ব্যাটে জিতল শেখ জামাল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তানবীরের ঘূর্ণির পর সোহানের ব্যাটে জিতল শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে উড়ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  শুক্রবার তারা হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।  সুপার লিগে এটি শেখ জামালের টানা তৃতীয় জয়।

ফতুল্লায় মোহামেডানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫৯ রানে আটকে রাখে শেখ জামাল। জবাবে ৯৯ বল আগে ৭ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে নোঙর ফেলে কাজী নুরুল হাসান সোহানের দল।

বোলিংয়ে শেখ জামালের সেরা লেগ স্পিনার তানবীর হায়দার। তার এক স্পেলে এলোমেলো হয়ে যায় মোহামেডানের ব্যাটিং লাইন আপ। মাত্র ৪.৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন তানবীর। আগের দিন ৪ উইকেট পাওয়া পেসার খালেদ আজ পেয়েছেন ২ উইকেট। এছাড়া সানী, নাসির, তাইজুল ও এনামুল (২) প্রত্যেকে পেয়েছেন ১টি করে উইকেট।

মোহামেডানের ব্যাটিং ব্যর্থতার দিনে দেয়াল হয়ে দাঁড়ান দলে ফেরা তুষার ইমরান। ৮৫ বলে ৫৬ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান। অফফর্মে থাকা লিটন আজ করেছেন মাত্র ২৬ রান।  আশরাফুলের ব্যাট থেকে এসেছে ২১ রান।



সহজ লক্ষ্য তাড়ায় শেখ জামালের শুরুটা অবশ্য ভালো হয়নি। ১৩ রান তুলতে সাজঘরে ফেরেন ইলিয়াস সানী (৮) ও তাইজুল ইসলাম (১)। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন ইমতিয়াজ ও সোহান। ১২০ রানের জুটি গড়ে তারা দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। এ সময়ে দুজনই পেয়ে যান হাফ সেঞ্চুরি।  

হাফ সেঞ্চুরির পর অবশ্য ইমতিয়াজের ইনিংস বড় হয়নি। ৫৪ রানে তাকে এলবিডব্লিউ করে ফেরান সাকলায়েন সজীব। জয়ের বাকি কাজ শেষ করেন সোহান ও দিলশান মুনাবেরা।  সোহান ৮৫ বলে ৮৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। ৯ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংসটি।  মুনাবেরা অপরাজিত থাকেন ১৫ রানে।

সোহান পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়