ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শিরোপা যুদ্ধে শেখ জামাল-প্রাইম দোলেশ্বর

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিরোপা যুদ্ধে শেখ জামাল-প্রাইম দোলেশ্বর

ক্রীড়া প্রতিবেদক : এমন দৃশ্য বিপিএল ফাইনালের আগে দেখা যায়নি! দুই ফাইনালিস্ট অধিনায়কের মাঝে শিরোপা নির্ধারণী পুরস্কার, অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি।

‘অপার্থিব’ সেই দৃশ্যের দেখা মিলল ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগে। ফাইনালের উত্তাপ যেন ছড়িয়ে পড়ল মাঠে নামার আগেই।

মিরপুরের সবুজ গালিচায় তপ্ত দুপুরে রণকৌশল সাজে হাজির ফরহাদ রেজা ও কাজী নুরুল হাসান সোহান। তাদের মাঝে সোনালী রঙের আকর্ষণীয় ট্রফি। এ ট্রফি দুজনের যেকোনো একজনের হাতে উঠবে। সেই ফয়সাল হবে সোমবার। সেরার লড়াইয়ে কারা শেষ হাসি, হাসবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত চলছে কথার যুদ্ধ।

এই যেমন শেখ জামালের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান স্পষ্ট করে বলে দিলেন, ‘ফাইনাল জিততে আমাদের যা করার প্রয়োজন আমরা তাই করব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে এতটুকু নিশ্চিয়তা দিতে পারছি।’

একই রকমের সুর প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজার কন্ঠেও, ‘আমরা শুরুতে স্ট্রাগল করলেও এখন পুরো ছন্দে আছি। সবাই রান পাচ্ছে, উইকেট পাচ্ছে। তাই আমাদের মানসিকতা অনেক এগিয়ে।’

দুই অধিনায়কের কাছে অবশ্য শক্তির জায়গা ভিন্ন। সোহানের দাবি, ‘দলীয় উদ্দীপনা’ শেখ জামালের সবচেয়ে বড় শক্তি। আর ফরহাদের মতে, ‘বর্তমান ফর্ম’ প্রাইম দোলেশ্বরের শক্তির জায়গা।



দুই অধিনায়কই নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। শিরোপা জিততে তারা বদ্ধপরিকর। কিন্তু প্রতিপক্ষকে নিয়েও তারা সতর্ক। প্রাইম দোলেশ্বরকে নিয়ে সোহানের বক্তব্য, ‘টি-টোয়েন্টিতে বড় দল বা ছোট দল নেই। যারা যেদিন ভালো খেলে তাদেরই জেতার সুযোগ বেশি থাকে। আমার মনে হয় অবশ্যই ওরা ভালো দল।’

প্রতিপক্ষ নিয়ে ফরহাদ রেজা বলেন, ‘ওরা ভালো দল অবশ্যই। ভালো দল বলেই ফাইনাল খেলছে। আমরা পিছিয়ে নেই। শুরুতে একটি ম্যাচ হারলেও এরপর আমরা টানা ম্যাচ জিতেছি। ওরা একটিও হারেনি এটা প্লাস পয়েন্ট।’

ফাইনালের শিরোপা হাতে দুজনই ছিলেন হাস্যোজ্জ্বল। হাতে হাত মিলিয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়েছেন। শুভকামনা জানিয়েছেন একে অন্যকে। কিন্তু মাঠের লড়াইয়ে কোনো দলই ছাড় দেবে না তা বোঝা গেছে তাদের কণ্ঠে, শরীরী ভাষায়।  এবার ম্যাচে উত্তাপ ছড়ানোর পালা।

মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।  সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি।




রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়