ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক : নিজেদের ৫০০তম টেস্টের শুরুটা ভালোই করেছিল ভারত। একটা সময়ে তারা ১ উইকেটে ১৫৪ রান তুলে ফেলেছিল। তবে দিন শেষে খুব একটা ভালো অবস্থায় নেই ভারতীয়রা। নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারের দারুণ বোলিংয়ে।

 

বৃহস্পতিবার কানপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৯১ রান। রবীন্দ্র জাদেজা ১৬ ও উমেশ যাদব ৮ রানে অপরাজিত আছেন।

 

কানপুরের গ্রিন পার্কে টস জিতে ব্যাট করতে দলীয় ৪২ রানেই অবশ্য লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে মুরালি বিজয়কে নিয়ে ১১২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামলেছিলেন চেতেশ্বর পূজারা।

 

কিন্তু পূজারা (১০৯ বলে ৮ চারে ৬২) মিচেল স্যান্টনারকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নিতেই পাল্টে যায় ম্যাচের গতিপ্রকৃতি। বাঁহাতি পেসার নিল ওয়াগনারের বাউন্সারে পুল করতে গিয়ে স্কয়ার লেগে সীমানার কাছে ইশ সোধির হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক বিরাট কোহলি (৯)।

 

চা বিরতির আগে শেষ ওভারে সোধির বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে ফেরেন বিজয় (১৭০ বলে ৮ চারে ৬৫)। চা বিরতির পর পঞ্চম ওভারে মার্ক ক্রেগের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে আউট অজিঙ্কা রাহানেও (১৮)। একটা সময়ে ১ উইকেটে ১৫৪ রান তোলা ভারত তখন ৫ উইকেটে ২০৯!

 

ষষ্ঠ উইকেটে রোহিত শর্মার সঙ্গে ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু অহেতুক বড় শট খেলতে গিয়ে স্যান্টনারের বলে সোধিকে ক্যাচ দিয়ে আউট রোহিত (৩৫)। শেষ বিকেলে গতির ঝড় তোলেন বোল্ট। কিউই পেসার নিজের টানা তিন ওভারে বিদায় করেন ঋদ্ধিমান সাহা, অশ্বিন ও মোহাম্মদ শামিকে। সাহা-শামি দুজনই ডাক মেরেছেন। অশ্বিন করেছেন ৪০ রান।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৬/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়