ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সরকারি গুদাম থেকে চাল পাচার : ৩ গুদাম সিলগালা

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি গুদাম থেকে চাল পাচার : ৩ গুদাম সিলগালা

চাল গুদামে র‌্যাবের অভিযানের একটি চিত্র

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার বৈকালীস্থ সরকারি খাদ্য গুদাম (সিএসডি) থেকে চাল পাচার করে বহিরাগতদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।

 

সিএসডি গুদামের অসাধু কর্মকর্তা ও গুদাম হ্যান্ডলিং শ্রমিক নেতাদের সঙ্গে যোগসাজশে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে চাল পাচার করে আসছে। তারা গুদামে খাওয়ার অনুপযোগী, নিম্নমান ও পঁচা চাল রেখে ভাল মানের চাল উচ্চমূল্যে বিক্রির উদ্দেশে পাচার করছে।

 

এ দিকে দুদিনের অভিযানে র‌্যাব সদস্যরা ১৩ হাজার ৭৫০ কেজি চালসহ একটি ট্রাক আটক করে। এ ঘটনায় একজন শ্রমিক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সর্বশেষ বুধবার দুপুরে র‌্যাব সদস্যরা বৈকালী কেন্দ্রীয় খাদ্য গুদামে অভিযান চালিয়ে তিনটি গুদাম সিলগালা করে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

খুলনা র‌্যাব-৬ এর সূত্র জানায়, নগরীর বৈকালীস্থ সরকারি খাদ্য গুদাম (সিএসডি) থেকে চাল পাচারের গোপন খবর পেয়ে মঙ্গলবার রাতে নগরীর শিরোমণি পুলিশ ক্যাম্প এলাকা থেকে এক ট্রাক ওএমএসের চাল জব্দ করা হয়।

 

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর চালপট্টি থেকে খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই সূত্রের তথ্য ধরেই তারা রাতে খুলনা সিএসডি গুদামে প্রথম দফা অভিযান চালান। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুনরায় সিএসডি গুদামে অভিযান চালানো হয়।

 

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

 

সিএসডি গুদাম সূত্র জানান, অভিযানের খবর পেয়ে ২৬ নম্বর গুদাম ইনচার্জ মো. ইলিয়াস হোসেন স্ট্রোক করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সিলগালাকৃত ১৮ নম্বর গুদামে জাহাঙ্গীর হোসেন ও ৩২ নম্বর গুদাম ইনচার্জ হিসেবে মহসিন আকন দায়িত্বে রয়েছেন।

 

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, সিএসডি গুদামের কতিপয় অসাধু কর্মকর্তা ও গুদাম হ্যান্ডলিং শ্রমিক নেতাদের সঙ্গে যোগসাজশে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে চাল পাচার করে আসছে। তারা গুদামে খাওয়ার অনুপযোগী, নিম্নমান এবং পঁচা চাল রেখে ভাল মানের চাল উচ্চমূল্যে বিক্রির উদ্দেশে পাচার করছে।

 

এ ঘটনায় খালিশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া সরকারি গুদাম হওয়ায় বিষয়টি জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন আকারে দাখিল করা হবে। জেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে ঘটনার সঙ্গে জড়িত গুদাম কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

 

সিএসডি গুদামের ম্যানেজার মাহবুবুর রহমান খান জানান, তিনি মঙ্গলবার রাতে বিষয়টি শুনেছেন। খোঁজ খবর নিয়ে দেখছেন। এ ছাড়া বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

 

 

রাইজিংবিডি/খুলনা/২ নভেম্বর ২০১৬/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়