ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উয়েফা একাদশে মেসি-রোনালদো, প্রিমিয়ার লিগের কেউ নেই

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উয়েফা একাদশে মেসি-রোনালদো, প্রিমিয়ার লিগের কেউ নেই

২০১৬ সালের উয়েফা বর্ষসেরা একাদশ

ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালের উয়েফা বর্ষসেরা একাদশে প্রত্যাশিতভাবেই আছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই একাদশে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো খেলোয়াড়ের জায়গা হয়নি।

 

জাগায় হয়নি লুইস সুয়ারেজ, নেইমার, গ্যারেথ বেলের মতো তারকাদেরও। একাদশে স্প্যানিশ লা লিগা থেকে আছেন আটজন। ইতালিয়ান সিরি ‘আ’ থেকে দুইজন, আর জার্মান বুন্দেসলিগা থেকে একজন। সর্বোচ্চ চারজন আছেন রিয়াল মাদ্রিদের।

 

উয়েফা ডটকমে ফুটবলপ্রেমীদের ভোটে প্রতি বছর বর্ষসেরা একাদশ নির্বাচন করা হয়। চলুন দেখে নেওয়া যাক কারা আছেন এই একাদশে।

 

২০১৬ সালের উয়েফা বর্ষসেরা একাদশ:

জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস),  জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিক),  জেরার্ড পিকে (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস), লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), লিওনেল মেসি (বার্সেলোনা), অঁতোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়