ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের সম্পত্তি বাজেয়াপ্ত দাবিতে মানববন্ধন

মোস্তফা ইমরান রাজু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের সম্পত্তি বাজেয়াপ্ত দাবিতে মানববন্ধন

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরিকল্পনাকারী খুনি মোস্তাকের স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলামে তোলার দাবিতে মানববন্ধন করেছে দাউদকান্দি-মেঘনা ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া।

শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটির সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, আনোয়ার হোসেন, রেজাউল করিম, সালাহউদ্দিন, নিজাম, ইকবাল, কামরুল হাসানসহ শতাধিক নেতাকর্মী।

মানববন্ধন থেকে নেতারা জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহামানের খুনি মোস্তাকের অস্তিত্ব কুমিল্লার মাটি থেকে যত শীঘ্রই সম্ভব নিশ্চিহ্ন করার দাবি জানান।

সংগঠনটির সভাপতি জালাল উদ্দিন সেলিম বলেন, খুনি মোস্তাকের অপকর্মের দায় দাউদকান্দিসহ কুমিল্লার সাধারণ মানুষ নেবে না। আর এর থেকে দায়মু্ক্তি পেতে হলে খুনি মোস্তাকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।

পরে টেলিফোনে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এ উদ্যোগকে স্বাগত জানান, মেঘনা-দাউদকান্দির উপজেলা চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত মেজর  মোহাম্মদ আলী সুমন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৭/রাজু/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়