ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কৃষিতে জাপানী প্রযুক্তি ব্যবহারে ভূমিকা রাখবে জাপান কৃষকলীগ’

আব্দুল্লাহ আল মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৮ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কৃষিতে জাপানী প্রযুক্তি ব্যবহারে ভূমিকা রাখবে জাপান কৃষকলীগ’

নিজস্ব প্রতিবেদক, জাপান : বাংলাদেশের কৃষিক্ষেত্রে জাপানী প্রযুক্তি ব্যবহারে জাপান কৃষকলীগ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন জাপান কৃষকলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সোহেল রানা।

টোকিওতে জাপান মহিলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি একথা উল্লেখ করেন। রোববার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সূত্রে গাথা এবং নারীর ক্ষমতায়নে দেশরত্ন শেখ হাসিনা বিশ্বের রোল মডেল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে জাপান আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

সোহেল রানা বলেন, ‘অনেকের মনে প্রশ্ন জাগতে পারে জাপানে কৃষকলীগের কি প্রয়োজন? আমি তাদের জ্ঞাতার্থে বলবো, বাংলাদেশ এবং জাপান উভয়ই কৃষি প্রধান দেশ। এখানকার কৃষকরা কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি এবং আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করায় কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করতে পেরেছে। জাপানের এই অাধুনিক সব প্রযুক্তি এবং যন্ত্রপাতি বাংলাদেশে নিয়ে যেতে পারলে আমাদের কৃষকরাও অনেক উপকৃত হবেন, বেড়ে যাবে ফলন। তারা আর পিছিয়ে থাকবে না।’

তিনি বলেন, ‘কৃষিতে জাপানী প্রযুক্তি ব্যবহারের জন্য দুই দেশের কৃষিখাতে জড়িত প্রশাসন এবং মন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন। এর জন্য যা যা করণীয় তা করা হবে।’

দলের চেয়ে দেশকে ঊর্ধ্বে রেখে সবাইকে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কৃষিপ্রধান দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

আলোচনা সভায় জাপান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/জাপান/১৮ জুলাই ২০১৭/মামুন/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়