ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কলকাতায় ৫ দিনব্যাপী বিজয় উৎসব

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলকাতায় ৫ দিনব্যাপী বিজয় উৎসব

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ-এর বিজয় উৎসব’ পালন করবে বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা।

আগামী ১৫ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ উৎসব।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন (১৬ ডিসেম্বর) আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা প্রতিদিন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশের বিভিন্ন গৌরবোজ্জ্বল ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিষয়াদি উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা, বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সর্ম্পককে আরো নিবিড় করা।

উৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রও প্রদর্শিত হবে।




রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৭/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়