ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোটালীপাড়ায় কৃষি মেলার উদ্বোধন

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটালীপাড়ায় কৃষি মেলার উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি : পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কোটালীপাড়া উপজেলায় চার দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

ওয়ার্ল্ডভিশন কোটালীপাড়া এডিপির সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

মেলা উপলক্ষে সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আইএডিপির প্রকল্প পরিচালক জি এম রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বক্তব্য রাখেন।

মেলায় ২০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি পণ্যের প্রদর্শনী ও কৃষি চাষাবাদের পদ্ধতি তুলে ধরা হয়েছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৩ ফেব্রুয়ারি ২০১৭/বাদল সহা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়