ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোপালগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বারি-২ খেসারির আধুনিক প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে আজ শুক্রবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজমুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম মাহাবুবুর রহমান খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সমীর কুমার গোস্বামী বক্তব্য রাখেন।

কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের কৃষকরা ৯০ বিঘা জমিতে এ জাতের খেসারি ডালের চাষ করেছেন। মাঠ দিবসে দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৭ ফেব্রুয়ারি ২০১৭/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়