ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিসেম্বরে চালু হবে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিসেম্বরে চালু হবে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’

সচিবালয় প্রতিবেদক : কৃষককে ডিজিটাল পদ্ধতিতে তথ্যসেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে কৃষি মন্ত্রণালয়। সে লক্ষ্যে আগামী ডিসেম্বরে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ চালু হবে।

বুধবাব দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষি সম্প্রসারণ বাতায়নের পাইলট কার্যক্রমের উদ্বোধনকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান। ১৪টি অঞ্চলে কৃষি সম্প্রসারণ বাতায়নের পাইলট প্রকল্পের কাজ উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এ প্রকল্পে সহায়তা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই বিভাগ।

মন্ত্রী বলেন, ‘কৃষক যেন খুব সহজে তথ্য পায় সেজন্য কৃষি সম্প্রসারণ বাতায়ন  চালু  করা হচ্ছে।’

ভিডিও কনফারেন্সের সময় ওইসব অঞ্চলের ফসলের খোঁজখবর নেন কৃষিমন্ত্রী। অঞ্চলগুলোর মধ্যে রয়েছে- সিরাজগঞ্জের কামারখন্দ, কুষ্টিয়ার মিরপুর, পঞ্চগড়ের বোদা, রাজশাহীর দূর্গাপুর, পিরোজপুরের নাজিরপুরসহ ১৪টি উপজেলা।

এসব অঞ্চলের কৃষি আমনের বাম্পার ফলনের আশা করছেন দেশের ১৪টি অঞ্চলের কৃষি কর্মকর্তারা। তারা কৃষিমন্ত্রীকে জানান, এ বছর রোপা আমানের বাম্পার ফলন হবে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিন থেকে চার শতাংশ ফসল এ পর্যন্ত ঘরে তোলা হয়েছে। ২০ শতাংশ পাকা ধান মাঠে আছে।

অনুষ্ঠানে জানানো হয়, কৃষি বাতায়নে কৃষিবিষয়ক সব সুবিধা থাকবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৭/আসাদ/এসএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়