ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে সবজি মেলা শুরু

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে সবজি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক : ‘সারা বছর সবজি চাষে, পুষ্টি-স্বাস্থ্য অর্থ আসে’  প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা-২০১৮।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  কৃষিবিদ চত্বরে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন  করেছে কৃষি মন্ত্রণালয়। তিন দিনব্যাপী মেলা শেষ হবে ১৬ জানুয়ারি। মেলায় কৃষকের উৎপাদিত সব ধরনের সবজি প্রদর্শন করা হচ্ছে।

মেলার বিষয়ে জানতে চাইলে কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা বলেন, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশে এ ধরনের মেলার গুরুত্ব অনেক বেশি। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি তুলে ধরা হয়েছে। নতুন নতুন সবজি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলা সূত্রে জানা যায়, এবার জাতীয় সবজি মেলায় ৮০টি স্টল এবং ৪টি প্যাভিলিয়ন রয়েছে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি তুলে ধরা হয়েছে।

মেলা উপলক্ষে কেআইবি অডিটরিয়ামে ‘পরিবর্তিত জলবায়ুতে পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে বছরব্যাপী নিরাপদ সবজি চাষ’ বিষয়ে সেমিনার আয়োজন করা হয়। কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়