ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক : নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত, নিহত শ্রমিককে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ ১২ দফা দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব দাবি জানান শ্রমিক নেতারা।

ইনসাবের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, নির্মাণ শ্রমিকরা নানাভাবে বৈষম্যের শিকার। তারা নগরায়নে অবদান রাখলেও শ্রমিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ শ্রমিকদের পেশাগত ঝুঁকি অনেক। কিন্তু দুর্ঘটনা ঘটলে ন্যূনতম ক্ষতিপূরণ তারা পায় না। এখন সময় এসেছে নির্মাণ শ্রমিকদের নিয়ে ভাবার।

শ্রমিকদের অন্য দাবিগুলো হলো- আজীবন পঙ্গুত্ব হওয়া শ্রমিকদের ২০ লাখ টাকা ক্ষতিপূরণের বিষয়টি শ্রম আইনে অন্তর্ভুক্ত করা, নির্মাণ শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়নে ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে বরাদ্দ, শ্রমিকদের জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিল গঠন।

এছাড়া কর্মস্থলে শ্রমিকদের কাছে চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতা বন্ধ, সরকারিভাবে নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ, সরকারি উদ্যোগে শ্রম ছাউনি নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরি নিশ্চিত করা ও নির্মাণ শ্রমিকদের জন্য রেজিস্ট্রার খাতা রাখার বিধান বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- ইনসাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়