ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এক চিকিৎসকের বিপরীতে ৬,৫৭৯ সেবাগ্রহিতা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক চিকিৎসকের বিপরীতে ৬,৫৭৯ সেবাগ্রহিতা

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরিরত একজন চিকিৎসকের বিপরীতে সেবা গ্রহণ করা মানুষের সংখ্যা ৬ হাজার ৫৭৯ জন।’

সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য বিভাগের ডাক্তারের মোট পদসংখ্যা ২৪ হাজার ২৮ জন এবং কর্মরত ডাক্তারের সংখ্যা ২২ হাজার ৩৭৪ জন। এ ছাড়া বর্তমানে সিম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) এর ২০১৫ সালের ১ জুলাই অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৫৮.১ মিলিয়ন।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশের হাসপাতালগুলোতে শূন্য পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে ৫ হাজার নতুন ডাক্তার নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে ডাক্তারের ঘাটতি পূরণ সম্ভব হবে।’

সংসদ সদস্য মমতাজ বেগম (মানিকগঞ্জ-২) এর এক প্রশ্নের জবাবে তিনি   বলেন, ‘বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। স্বাধীনতা অর্জনের পর দেশে ওষুধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল এবং অনেক উচ্চ মূল্যে জনগণকে ওষুধ ক্রয় করতে হতো। ইতোমধ্যে ওষুধ আমদানিকারী দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশের ওষুধ সুনাম অর্জন করেছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়