ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কৃষকের খরচ কমিয়ে দিয়েছে ‘আলোক ফাঁদ’

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষকের খরচ কমিয়ে দিয়েছে ‘আলোক ফাঁদ’

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের খেত-খামারে পোকা দমনে জনপ্রিয় হয়ে উঠেছে ‘আলোক ফাঁদ’। এই পদ্ধতিতে একদিকে যেমন খরচ বাঁচে, অন্যদিকে দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ।

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের কৃষক মিলন শরীফ। প্রতি বছর তার ফসলের খেতের পোকা দমনে কীটনাশকের বাড়তি ব্যয়ে হাঁপিয়ে উঠেছিলেন। এখন ‘আলোক ফাঁদ’ পদ্ধতিতে তার ফসলের খেত পোকামুক্ত। এতে যে কেবলই অর্থ সাশ্রয় হয়েছে তাই নয়, কীটনাশকের বিষে আক্রান্তর ভয় থেকেও রক্ষা পেয়েছেন।

মিলন শরীফ বলেন, ‘এই পদ্ধতিতে কেবল ক্ষতিকর পোকাই নিধন হচ্ছে, বেঁচে যাচ্ছে উপকারী পোকাগুলো। তারপরও যদি দেখি ফসল হানিকর পোকা রয়ে গেছে তখন কৃষি বিভাগের পরামর্শ নিয়ে পোকা নিরুপণ করে নির্দিষ্টমাত্রার কীটনাশক ব্যবহার করি। এতে আমার খরচ কমে গেছে।’

সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষক মোঃ রেজাউল ইসলামও সেই একই প্রতিক্রিয়া জানালেন।

জেলা বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, গোপালগঞ্জের খেতে খেতে বসানো হয়েছে ‘আলোক ফাঁদ’। কৃষকদের কথা বিবেচনা করে কৃষি বিভাগের উদ্যোগে এসব জমিতে একটি পাত্রে ডিটারজেন্ট মিশ্রিত পানি রেখে তার উপর বৈদ্যুতিক বাতি জ্বেলে এই ‘আলোক ফাঁদ’ বসানো হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস মল্লিক বলেন, ‘এ পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে  স্বল্পমাত্রায় কীটনাশক প্রয়োগ করলেই চলে। এতে কৃষকদের খরচ বাঁচে, সেই সাথে পরিবেশও দূষণমুক্ত থাকে।’

গোপালগঞ্জ সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন বলেন, ‘জমির পাশেই একটি পাত্রে পানির মধ্যে কেরোসিন ঢেলে অথবা সাবানের ফেনা তৈরি করে তার এক ফিট উপরে আলোর ব্যবস্থা করা হয়। পোকা-মাকড় আলোর কাছে এসেই পানিতে পড়ে আর উঠতে পারে না। আমরা মরে যাওয়া বা পানিতে পড়া পোকা-মাকড় দেখেই বুঝতে পারি জমিতে কি ধরনের পোকা আক্রমন করেছে। সে অনুযায়ী কৃষকদেরকে পরামর্শ দিতে পারি।’

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, জেলার বিভিন্ন জমিতে ২০৮টি ব্লকে ২ হাজার ৭ শ’ টি ‘আলোক ফাঁদ’ পাতানো হয়েছে। এতে কৃষকেরা উপকৃত হচ্ছেন। কম কীটনাশক ব্যবহার করেই ফসল ঘরে তুলতে পারছেন। দিন দিনই কৃষকরা কৃষিবান্ধব এই পদ্ধতিটির প্রতি আগ্রহী হয়ে উঠছেন।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/৫ এপ্রিল ২০১৮/বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়