ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাস উল্টে ছাত্রসহ নিহত ২, মহাসড়ক অবরোধ

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস উল্টে ছাত্রসহ নিহত ২, মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গিয়ে পলিটেকনিকের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন উত্তেজিত শিক্ষার্থীরা। এ সময পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রোববার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি।

বাস মালিক সমিতি সভাপতি আবুল হোসেন বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

নিহত আশিক মোল্যা গোপালগঞ্জ চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের আনিস মোল্যার ছেলে। নিহত অপর ব্যক্তি হলেন গোপীনাথপুরের বোয়ালীয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রুকু মোল্যা (৬৫)।


গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে রাশিদা পরিবহনের একটি লোকাল বাস গোপালগঞ্জ শহরে আসছিল। এ সময় বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে পলিটেকনিকের শিক্ষার্থী আশিক মোল্যা নিহত হন এবং অপর অন্তত ১৬ বাসযাত্রী আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অজ্ঞাত এক বৃদ্ধ মারা যান।

চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহত হওয়ার ছড়িয়ে পড়লে প্রতিবাদে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া থেকে গোপীনাথপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় মহাসড়কের ওপর গাছের গুড়ি ফেলে অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

পরে শিক্ষার্থীরা গোপীনাথপুর এলাকায় ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে উঠিয়ে দিতে চাইলে ধাওয়া-পল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/৮ এপ্রিল ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়