ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বইমেলায় হাবিবুল্লাহ ফাহাদের নতুন উপন্যাস

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় হাবিবুল্লাহ ফাহাদের নতুন উপন্যাস

রাইজিংবিডি ডেস্ক : একুশে বইমেলায় (২০১৯)  প্রকাশিত হয়েছে হাবিবুল্লাহ ফাহাদের নতুন উপন্যাস ‘জলপাই রঙের দিনরাত’।

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা উপন্যাসটি প্রকাশ করেছে সময় প্রকাশন (প্যাভিলিয়ন-১২)। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির দাম ২৪০ টাকা।

হাবিবুল্লাহ ফাহাদ ‘জলপাই রঙের দিনরাত’ উপন্যাসে গল্পের ছলে তুলে এনেছেন এক-এগারোর বদলে যাওয়া জাতীয় ও রাজনৈতিক জীবনের নানাদিক। একটি মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের মধ্যদিয়ে ফুটে ওঠেছে ওই সময়ের চালচিত্র।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জামিল সাহেব। ব্যবসায়ী। কিন্তু এক-এগারোর পর অকল্পনীয় প্রতিকূলতায় পড়তে হয় তাকে। ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। তার বড় মেয়ে তনু। শরীরে যার বাসা বেঁধেছে জটিল রোগ। ওদিকে জামিল সাহেবের বন্ধু ইরাদ আহমেদ সরকারি চাকুরে। দুদকের জালে বন্দি হওয়ার ভয়ে পালিয়ে বেড়ান।

সেনাসমর্থিত সরকারের শাসনকালের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে উপস্থিত হয়েছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন। যার সঙ্গে জামিল সাহেবের দেখা হয়। কথা হয়। দুজনের আলাপে ওঠে আসে দেশের তৎকালীন রাজনীতির চালচিত্র।

২০০৭ সালের ১১ জানুয়ারি বঙ্গভবন যা ঘটেছিল-তার বর্ণনা ওঠে এসেছে আখ্যানের উল্লেখযোগ্য চরিত্র সাংবাদিক নাজমুল ইসলামের কলমে। সবমিলিয়ে ‘জলপাই রঙের দিনরাত’ পাঠককে হাত ধরে নিয়ে যাবে লেখকের তৈরি সুখপাঠ্যের শিল্পজগতে।  




রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়