ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অগ্নিঝরা বসন্ত

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
অগ্নিঝরা বসন্ত

উদয় হাকিম
প্রকৃতির নিয়মে ফাগুন আসে, আসে বসন্ত। এলো এবারো। কিন্তু এবারের বসন্ত বয়ে আনলো এক ভিন্ন মাত্রা। প্রজন্মের উচ্চারণ মিশে গেলো বসন্ত বাতাসে। এ যেন অগ্নিঝরা বসন্ত। এ বসন্ত এনেছে দ্রোহের বারতা।   
প্রকৃতি ও মানব মনে বসন্ত নিয়ে আসে উজ্জীবনী প্রেম। ফুল আর প্রেম সে বসন্তের সঞ্জীবনী। কিন্তু এবারের বসন্তকে অফুরন্ত সুধা বিলিয়ে যাচ্ছে প্রজন্মের সাহসী কন্ঠ। শাহবাগে তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে তা যেন বসন্তেরই আরেক নাম। জাতি র্ধম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে শাহবাগ বসন্তে শামিল হয়েছেন সারা দেশের মানুষ। তাতে সংহতি প্রকাশ করে বিভিন্ন কর্মসুচি পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।  
যারা ৭১ দেখেননি; তারা ২০১৩ দেখলেন। দেখলেন এ প্রজন্মের মুক্তিযুদ্ধ।
মানবতাবিরোধীদের ন্যায্য বিচারের দাবিতে সোচ্চার জনতার দ্রোহের আগুনের কাছে এবার হার মানছে ফাগুনের আগুন। ফুলেল দেশপ্রেম আর প্রজন্মের মশাল মিশে গেছে এক মোহনায়। তরুণ প্রজন্মের এই জেগে উঠা পুরো জাতিকে দেখিয়ে দিচ্ছে আলোকোজ্জ্বল এক পথের ঠিকানা। যে পথ মানতবতার, যে পথ দেশপ্রেমের, যে পথ সমৃদ্ধির।
যারা স্বাধীন বাংলাদেশ চায়নি; যারা নির্মমভাবে হত্যা করেছে মুক্তিকামী মানুষদের; যারা নিজের দেশের মা-বোনদের সম্ভ্রম হরণ করেছে তাদের বিচার হতেই হবে। যারা এদেশ চায়নি তারা এদেশে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। আর তাই নৈরাজ্য এবং সহিংসতার বিপক্ষে আমাদের অবস্থান।  
শাহবাগ আন্দোলনের বারুদ বুকে বিরাজ করুক চীর জাগরুক বসন্ত। দেশবাসীর সোচ্চার চেতনা লালিত হোক আজন্ম।
মানুষ জেগে উঠছে, নাড়া দিচ্ছে দেশপ্রেম; আর তাই এই দেশ একদিন সোনার বাংলা হবেই। প্রজন্মের আগুনে পুড়ে যাক অসুর মন। শুদ্ধতায় সিক্ত হোক দেশ। ভালো হোক সকলের।  
স্বাগত বসন্ত। স্বাগত প্রজন্মের আন্দোলন।

রাইজিংবিডি২৪.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়