ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চীনে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘চ্যান-হম’

কামরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ১১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘চ্যান-হম’

আন্তর্জাতিক ডেস্ক : চীনে প্রবল বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চ্যান-হম’। ঘূর্ণিঝড়টি শনিবার বিকেলে দেশটির সাংহাইয়ের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানে পারে।

 

বিসিসির খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যে চীনের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে আট লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঘণ্টায় ১৮৭ কি. মি. বেগে প্রবল বাতাসের কারণে প্রায় ৪০০ বিমানের ফ্ল্যাইট বাতিল করা হয়েছে। উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে।

 

ঘূর্ণিঝড়টির প্রভাবে এর আগে প্রতিবেশি ফিলিপাইনে ঝড়ো বাতাসে পাঁচজন প্রাণ হারিয়েছেন। তাইওয়ান ও জাপানেও এর প্রভাব পড়েছে। সেখানে বাতাসে গাছ উল্টে গিয়ে বেশ কয়েক জন আহত হয়েছেন।

 

বিবিসির সাংহাই প্রতিনিধি জন সুডওর্থ জানান, ‘শহরে ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রচণ্ড বেগে বাতাস ও বৃষ্টি হচ্ছে।’

 

ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে চেচিয়াং প্রদেশের কাছাকাছি বন্দরনগরী নিংবোতে ভূমিধসের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রায় ২৯ হাজার মাছ ধরার নৌকাকে উপকূল থেকে ফিরিয়ে আনা হয়েছে।

 

চীনের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, দেশটিতে ১৯৪৯ সালের ঘূর্ণিঝড়ের পর চ্যান-হম হতে পারে সবচেয়ে ভয়াবহ ঘূণিঝড়। তারা ‘হ্যান-হম’কে ‘সুপার টাইফুন’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে।

 

তথ্যসূত্র : বিবিসি।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৫/কামরুজ্জামান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়