ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইসরায়েলে ফেসবুক অফিসে ভাঙচুর

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ১৯ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসরায়েলে ফেসবুক অফিসে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটিতে ফেসবুকের অফিসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ইহুদি ও ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়- এমন সব পেজ বা পোস্ট মুছে না ফেলায় এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে র‌্যালি-সমাবেশ থেকে তেল আবিবের রথসচিল্ড বোলিভারড রোডে সেদেশে ফেসবুকের প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়।

বিক্ষুব্ধ জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এক বিক্ষোভকারীর গায়ে লেখা ছিল ‘তোমাদের হাতে রক্ত।’ অর্থাৎ রক্তক্ষয়ী সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছে তারা।

বিক্ষুব্ধ ইসরায়েলি নাগরিক রটেন গেজ জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, তিনি ফেসবুক অফিসে ভাঙচুর চালিয়েছেন। ‘ইসরায়েলিদের হত্যার ডাক দেওয়া পেজ বা পোস্ট বাদ দিতে’ ফেসবুক অস্বীকৃতি জানানোয় তাদের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া বিতর্কিত পেজ প্রদর্শনে ফেসবুক আগ্রহী বলে তিনি অভিযোগ করেছেন।

তবে রটেন গেজের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষ এর আগে প্রতারণার অভিযোগ আনে। ফেসবুকে পোস্টের মাধ্যমে ‘লাইক’ বিক্রি করতেন গেজ।


 

 


রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়