ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকিস্তানের গোটা দলকে জরিমানা

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২৯ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের গোটা দলকে জরিমানা

পাকিস্তান ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক : প্রথমে মিসবাহ-উল-হক। ক্রাইস্টচার্চে স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হন তিনি। দ্বিতীয় টেস্টে তাই অধিনায়কের দায়িত্ব নেন আজহার আলী।

 

অধিনায়ক পরিবর্তন হলেও ভাগ্য পরিবর্তন হয়নি পাকিস্তানের। আবারো ম্যাচ হেরেছে তারা। শুধু ম্যাচই হারেনি, মিসবাহ’র মতো স্লো ওভার রেটের কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক আজহার আলীসহ পুরো দলের খেলোয়াড়দের জরিমানা করেছে আইসিসি।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দুটি হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া করেছে তারা। মঙ্গলবার তারা দ্বিতীয় টেস্টে হার মানে ১৩৮ রানের ব্যবধানে। হারের পাশাপাশি পাকিস্তানের পুরো দলকে জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলকে জরিমানা করা হয়। ‘ওভার রেট টার্গেট’ থেকে পাকিস্তান ৫ ওভার কম বল করে। সে কারণে, অধিনায়ক আজহার আলীর শতভাগ ম্যাচ ফি এবং তার সতীর্থদের ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়।

 

মঙ্গলবার পাকিস্তান তাদের শেষ ৭ উইকেট হারায় মাত্র ৩১ রানে। তাতে ১৩৮ রানের জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। পাশাপাশি ১৯৮৫ সালের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়