ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বেসিস সফটএক্সপোর পৃষ্ঠপোষক মাইক্রোসফট

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেসিস সফটএক্সপোর পৃষ্ঠপোষক মাইক্রোসফট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আগামী বছরে ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার অন্যতম বৃহৎ প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০১৭’। দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এই প্রদর্শনীর পৃষ্ঠপোষক হিসেবে থাকছে বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

 

বেসিস সভাকক্ষে বেসিস কার্যনির্বাহী পরিষদ ও মাইক্রোসফটের প্রতিনিধিদলের এক বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। বৈঠকে মাইক্রোসফটের পক্ষ থেকে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের প্রধান পরিচালন কর্মকর্তা রিনা চাই, মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিস পরিচালক সোনিয়া বশির কবির এবং বেসিসের পক্ষে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, পরিচালক উত্তম কুমার পাল, বেসিস পরিচালক ও সফটএক্সপো ২০১৭ এর আহবায়ক সৈয়দ আলমাস কবীর উপস্থিত ছিলেন।

 

বেসিস সফটএক্সপোর পৃষ্ঠপোষক হিসেবে মাইক্রোসফট এবারের সফটএক্সপোকে সফল করতে সহযোগিতা করবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়