ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কবিতা নিয়ে দশটি কবিতা

মুম রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবিতা নিয়ে দশটি কবিতা

উপরে বাঁ থেকে নাজিম হিকমত, জেমস টাটে, গ্যারি স্নাইডার। নিচে বাঁ থেকে ডিলান টমাস, চার্লস ঘিগনা ও নিকি জিওভান্নি

|| মুম রহমান ||

আজ বিশ্ব কবিতা দিবস। কবিতা-বিশ্ব নিজেই এতো বড়ো যে, তা নিয়ে সংক্ষেপে কিছু বললেও হাজার পৃষ্ঠা হয়ে যায়। সে চেষ্টা না করে আমরা বরং দশটি কবিতা পড়ে উদযাপন করি বিশ্ব কবিতা দিবস। বিশ্বের নানা প্রান্তের সেরা কবিরা কবিতা নিয়ে কবিতা লিখেছেন। প্রিয় কবিতা পাঠক, স্বাগতম তবে কবিতা সভায়।


কবিতা কী || চার্লস ঘিগনা

কবিতা কী?

একটি ফিসফিস

একটি চিৎকার

ভাবনার ঘোরপাক

ভেতর থেকে বাইরে।

একটি হাসি

একটি দীর্ঘশ্বাস,

একটি প্রতিধ্বণি

অতিক্রম করে যায়।

একটা তাল,

একটা অন্তমিল,

একটা মুহূর্ত

সময়ে ধরা পড়া।

একটা চাঁদ,

একটা তারা

এক ঝলক

তুমি কে তার।


অপহরণ কবিতা || নিকি জিওভান্নি

কখনো কি অপহৃত হয়েছো

একজন কবির দ্বারা?

আমি যদি একজন কবি হতাম

আমি তোমাকে অপহরণ করতাম

তোমাকে আমার

আমার বাক্য আর ছন্দ দিয়ে

আপনি জোনস সৈকতে

কিংবা হয়তো কোনি দ্বীপে

কিংবা স্রেফ আমারই ঘরে

লাইলাকের গীতলতায়

বৃষ্টির তোড়ের মধ্যে

সৈকতে একাকার হয়ে যান

আমার দেখা সম্পূর্ণ করার জন্য

আপনার জন্যই বীণা বাজিয়ে যাবো

গাইবো আপনাকে আমার ভালোবাসার গানে

আপনাকে জেতার জন্য যা খুশি করে যাবো

আপনাকে মুড়িয়ে রাখবো লাল কালো সবুজে

আপনাকেই প্রদর্শন করবো মায়ের কাছে

যদি আমি কবি হতাম

অবশ্যই আপনাকে অপহরণ করতাম।


কবিতা কলার উপর টীকাসমূহ || ডিলান টমাস

আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এমন সব কিছু ঘটে যাচ্ছিলো

উইয়ের প্রচ্ছদের ভেতরের দুনিয়াতে

এমন বালুঝড় আর বরফ বিস্ফোরণের শব্দাবলী...

এমন বিস্ময়কর শান্তি, এমন অট্ট হাসি,

এতো আর এমন দৃষ্টি আচ্ছন্নকারী উজ্জ্বল আলো...

উছলে পড়ছে সকল পাতায়

লক্ষ লক্ষ খণ্ডে আর টুকরায়

যার সবই হলো শব্দ সম্ভার, শব্দ আর শব্দ,

আর এর প্রত্যেকেই চিরতরে জীব।

ওর নিজস্ব আনন্দ ও গৌরবে ও খামখেয়ালি ও আলোতে।


তরুণ কবিরা || নিকানোর পারা

তোমার যেমন ইচ্ছা লেখো

যে ভঙ্গিতে পছন্দ ঠিক তেমন করেই

সেতুর নিচ দিয়ে অনেক রক্ত বয়ে গেছে

বিশ্বাস করতে গিয়ে যে

একটা মাত্র রাস্তাই সঠিক।

কবিতায় সবকিছুই গ্রহণযোগ্য।

কেবল অবশ্যই এই একটা শর্তে

তোমাকে শূন্য পাতার উন্নয়ন ঘটাতে হবে।


আমার কবিতা প্রসঙ্গে || নাজিম হিকমত

আমার কোনো রূপালী-জিন-পরানো ঘোড়ায় চড়ার নাই,

বেঁচে থাকার মতো কোনো উত্তরাধিকার নাই

কোনো ধনসম্পদ কিংবা বাড়ি নাই-

এক পাত্র মধু এই আমার সব।

এক পাত্র মধু

আগুনের মতো লাল!


আমার মধুই আমার সবকিছু।

আমি আগলে রাখি

আমার ধনসম্পদ আর ঘর-বাড়ি

আমার মধুর পাত্র, আমি বোঝাতে চাই-

সকল প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর-

ভাই, একটু অপেক্ষা করো...

যতোক্ষণ এটা আমার আছে

মধুই আমার পাত্র,

মৌমাছিরা এর মাঝে আসবে

টিম্বাকটু থেকে...




কবিতা || চার্লস বকস্কি

এটা

নিয়ে নেয়

অনেক অনেক

হতাশা

অসন্তুষ্টি

এবং

স্বপ্নভঙ্গ

তো

লিখতে

এক

গুচ্ছ

ভালো

কবিতা।

এটা নয়

সবার

জন্য

হয় লিখতে

না হয়

পড়তে

এটা।


কীভাবে একটা কবিতা খেতে হয় || ইভ মারিয়াম

ভদ্র হয়ো না।

কামড় লাগাও।

তুমি আঙুল দিয়ে এটা তোলো এবং রসটা চাটো

যেটা

তোমার চিবুক বেয়ে গড়িয়ে পড়তে পারে

এটা তৈরি এবং পরিপক্ক এখন, যখন তুমি তৈরি।

তোমার কোনো ছুরি কিংবা কাটাচামচ কিংবা চামচের দরকার নেই

অথবা পিরিচ কিংবা ন্যাপকিন কিংবা টেবিল ক্লথের।

কেননা এখানে কোনো শাঁস নেই

অথবা ডাঁটা

অথবা খোলা

অথবা দানা

অথবা বীজ

অথবা খোসা

যা ফেলে দিতে হবে।


কবিতা কী করে আমার কাছে এলো || গ্যারি স্নাইডার

সে চলে এলো ভীষণ এলোমেলো হয়ে

রাত্রির পাথর পেরিয়ে, সে রইলো

ভীত হয়ে বাইরে দাঁড়িয়ে সে রইলো

আমার ক্যাম্প ফায়ারের সীমা থেকে দূরে

আমি তার সঙ্গে দেখা করতে গেলাম

আলোর প্রান্ত থেকে


আমার কবিতারা || রবার্ট কুরি

আমার কবিতারা

হলো স্লিম বোমা

ক্ষুধিত বিস্ফোরণ

তাদের ফিউজগুলো বাস করে

পাতার অন্ধকারে

একটা আলো নিয়ে তোমার আসার অপেক্ষায়।


বনমানুষকে কবিতা লেখা শেখানো || জেমস টাটে

তাদের খুব বেশি সমস্যা হয়নি

বনমানুষকে কবিতা লিখতে শেখাতে:

প্রথমে তারা ওকে একটা চেয়ারের সাথে বাঁধলো,

তারপর হাতের সঙ্গে একটা পেন্সিল বেঁধে দিল

(ইতোমধ্যেই পিন দিয়ে কাগজ আটকানো হয়েছিলো)।

তারপর ড. ব্লুসপায়ার তার কাঁধের উপর ঝুঁকে পড়লেন

এবং তার কানে কানে ফিসফিস করে বললেন:

‘তোমাকে দেখে মনে হচ্ছে একজন ঈশ্বর এখানে বসে আছে।

তুমি কেন তবে কিছু লেখার চেষ্টা করো না?’



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়