ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নোবিপ্রবির উপাচার্য নিয়োগের বৈধতা নিয়ে রুল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোবিপ্রবির উপাচার্য নিয়োগের বৈধতা নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ড. এম ওয়াহিদুজ্জামানের  নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তিনি কোন কর্তৃত্ববলে উপাচার্য পদে বহাল আছেন তা জানতে চাওয়া হয়েছে।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম মনজুর আলম।

আগামী ৪ সপ্তাহের মধ্যে নোবিপ্রবির উপাচার্যসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

অ্যাডভোকেট এম মনজুর আলম জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞদের ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার বিধান রয়েছে। বর্তমান উপাচার্যের এ বিষয়ে কোনো ডিগ্রি নেই।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ডিগ্রি না থাকার পরও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকার বিষয়ে রিট করেন ওই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার।  ‍



রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৭/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়