ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রেল বাসে ঠাঁই নেই: ফাঁকা হচ্ছে বন্দরনগরী

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেল বাসে ঠাঁই নেই: ফাঁকা হচ্ছে বন্দরনগরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাস, ট্রেন কোথাও যেনো ঠাঁই নেই। নাড়ির টানে ছুটছে সবাই।

ঈদ উদ্‌যাপনে সবাই ব্যস্ত নগরী ছেড়ে স্বজনদের কাছে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই চট্টগ্রাম মহানগরী ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। শুক্রবার নগর ছাড়ার সংখ্যা আরো বেড়ে যায়। শুক্রবার থেকেই ঈদের অঘোষিত ছুটি শুরু হয়ে যাওয়ায় নগরী পুরোপুরি ফাঁকা হতে শুরু করেছে।

শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে হাজার হাজার মানুষ বাড়ি ফিরতে স্টেশনে এসেছে। বাস ট্রেনের ছাদেও এতোটুকু জায়গা অবশিষ্ট নেই। যে যেভাবে পারছেন বাড়ি যাচ্ছেন।

চট্টগ্রাম রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সব ট্রেন নির্দিষ্ট সময় মতোই ছেড়ে যাচ্ছে। রেলের শিডিউল স্বাভাবিক রাখতে রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা রাতদিন কাজ করছেন। যাত্রীসেবায় যেনো কোনো ঘাটতি না হয় সে ব্যাপারে সবাই সচেতন রয়েছে। ঈদ উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রায় ৮০টি নতুন বগি যুক্ত হয়েছে। এতে বিপুল সংখ্যক অতিরিক্ত যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জিআরপি পুলিশ সর্বদা সক্রিয় অবস্থায় দায়িত্ব পালন করছে। যাত্রীদের কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


এদিকে চট্টগ্রামে দূরপাল্লার বাস স্টেশন গরিব উল্লাহ শাহ’র মাজার এলাকা ঘুরে দেখা গেছে শত শত যাত্রী উত্তর বঙ্গের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাচ্ছে। চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মনিটরিং থাকায় চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না।

হাজার হাজার মানুষ মহানগরী ছেড়ে গ্রামে চলে যাওয়ায় ফাঁকা বন্দরনগরীর নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, ফাঁকা নগরীতে চুরি, ছিনতাই, ডাকাতিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পর্যাপ্ত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীতে সহশ্রাধিক পোশাকি পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করবে। এ ছাড়া নগর জুড়ে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৩ জুন ২০১৭/রেজাউল করিম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়