ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মঈনের রেকর্ড, দক্ষিণ আফ্রিকার ‘লজ্জা’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ১০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঈনের রেকর্ড, দক্ষিণ আফ্রিকার ‘লজ্জা’

মঈন আলী

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ার সেরা বোলিংয়ে লর্ডস টেস্টে ইংল্যান্ডকে বিশাল এক । ইংলিশ অলরাউন্ডার গড়েছেন অসাধারণ কিছু রেকর্ড। ২১১ রানে ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা সঙ্গী করেছে বিব্রতকর রেকর্ড। সেগুলো দেখে নেওয়া যাক এক নজরে।

#ষষ্ঠ ইংলিশ ক্রিকেটার হিসেবে একই টেস্টে কমপক্ষে ফিফটি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মঈন। সবশেষ কোনো ইংলিশ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ইয়ান বোথাম। ১৯৮০ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে বোথাম ১১৪ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ম্যাচে ১০৬ রান দিয়ে নিয়েছিলেন ১৩ উইকেট। লর্ডসে মঈন প্রথম ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলার পাশাপাশি ম্যাচে ১১২ রানে নিয়েছেন ১০ উইকেট। প্রথম ইনিংসে ৫৯ রানে ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ৫৩ রানে ৬ উইকেট।

এর আগে ইংল্যান্ডের হয়ে একই টেস্টে কমপক্ষে ফিফটি আর ১০ উইকেট নিয়েছেন বিলি বেটস, ফ্রাঙ্ক উলি, টনি গ্রেগ ও জন লিভার। ইংলিশ ক্রিকেটার হিসেবে লর্ডসে এই ডাবল মঈনেরই প্রথম। লর্ডসে এমন কীর্তি আছে আর কেবল একজনেরই, ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৫৬ রানের পাশাপাশি ম্যাচে ১৬৯ রানে ১১ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের ডিওন নাশ।

#লর্ডসে কোনো টেস্টে ১০ উইকেট পাওয়া পঞ্চম ইংলিশ স্পিনার মঈন। সবশেষ ১৯৭৪ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৭১ রানে ১৩ উইকেট নিয়েছিলেন ডেরেক আন্ডারউড। লর্ডসে এই কীর্তি আরো একবার আছে আন্ডারউডের। বাকি তিনজন হলেন জনি ব্রিগস, হেডলি ভেরিটি ও রয় টাটারসাল।  

#দক্ষিণ আফ্রিকার ২১১ রানের হার ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্টে তাদের সবচেয়ে বড় পরাজয়। ১৯১২ সালে হেডিংলিতে ১৭৪ রান ছিল আগের বড় পরাজয়। এই নিয়ে ষষ্ঠবার বিদেশের মাটিতে কোনো টেস্টে ২০০ বা এর বেশি রানে হারল প্রোটিয়ারা।

#৩৩১ রান তাড়া করতে নেমে কাল দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ৩৬.৪ ওভারে ১১৯ রানে। ওভারের হিসাবে ১৯১০ সালের পর এটিই দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ততম চতুর্থ ইনিংস। সব মিলিয়ে এটি তাদের পঞ্চম সংক্ষিপ্ততম চতুর্থ ইনিংস।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়