ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হিরোশিমা দিবস পালন করল জাপান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিরোশিমা দিবস পালন করল জাপান

আন্তর্জাতিক ডেস্ক : হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৭২তম বার্ষিকী রোববার পালন করেছে জাপান। দেশটি এমন সময় দিবসটি পালন করেছে যখন পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণে জাতিসংঘের একটি চুক্তি বাতিল করেছে পারমাণবিক শক্তিধর ব্রিটিন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। আর এই তিন দেশের সঙ্গেই গত মাসে জোট বেধেছে জাপান।

১৯৪৫ সালের ৬ আগস্ট বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ‘লিটল বয়’ নামের একটি পারমাণবিক বোমা হিরোশিমায় ফেলে যুক্তরাষ্ট্র । এই বোমা হামলায় নিহত হয় ১ লাখ ৪০ হাজার মানুষ, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন।

স্থানীয় সময় রোববার সকালে হিরোশিমার গ্রাউন্ড জিরোতে বোমা হামলায় নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

এসময় তিনি জানান, বিশ্বের অন্যদেশ যে পদ্ধতিতে চায় সেভাবেই জাপান পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব প্রত্যাশা করে।

তিনি বলেন, ‘আমাদেরকে সতিক্যারার্থে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের দিকে যেতে হবে, আমাদের এজন্য পরমাণু অস্ত্রের দেশ ও অস্ত্রমুক্ত দেশ উভয়কে প্রয়োজন। উভয় পক্ষকে উৎসাহ দানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতৃত্বদানে আমাদের দেশ প্রতিশ্রুতবদ্ধ।’



রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়