ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দায় যত নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৯, ৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দায় যত নাটক-টেলিফিল্ম

ধারাবাহিক অ্যাব-নরমাল নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক : রাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক টেলিফিল্ম। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘সোলমেড’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায়  এতে অভিনয় করেছেন আরফান নিশো, মম, সাঈদ বাবু, মারজুক রাসেল, খালেদ মাহমুদ, সাবিহা জামান প্রমুখ। সন্ধ্যা  ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক রূপকথার গল্প ‘যুবরাজ’ (প্রথম পর্ব)। মূল পরিকল্পনা, গল্প ভাবনা ও উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন এস এম সালাহউদ্দিন। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আফরোজ রায়হান। আতিকুর রহমান বেলালের পরিচালনায় এতে অভিনয় করেছেন- রিয়াজ, নিলয়, আজমেরি আশা, প্রমা আজিজ, আতাউর রহমান, ইলোরা গহর প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘অ্যাব-নরমাল’(প্রথম পর্ব)। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী, মিশু সাব্বির, ডা. এজাজ, শামীমা নাজনীন, সিফাত শাহিন, আল আমিন সবুজ, শহীদ উন নবী, মিষ্টি মারিয়া, মুনিয়া ইসলাম, তন্দ্রা, রিমি করিম, শফিক মুক্তা প্রমুখ।

রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- ভাবনা, সাজু খাদেম, ফারুখ আহমেদ, আব্দুল্লাহ রানা, ফারহানা মিঠু প্রমুখ। রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নবারেরর প্রেম’(প্রথম পর্ব)। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, আরফান আহমেদ, শহানাজ খুশি, মুনিরা মিঠু, নুসরাত জাহান ডায়না প্রমুখ।

রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গল্পটা তোমারই’। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় এই নাটকটিতে অভিনয় করেছেন- জিয়াউল ফরুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী, কায়েস চৌধুরী, বিরহী মুক্তার প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘উড়ে যাওয়ার কাল’। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- সাদিয়া জাহান প্রভা, সজল, শূন্য মাটি, সুজাতা প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফ্রেন্ড রিকুয়েস্ট। রচনায় শাহরিয়ার তাসদিক। পরিচালনায় খায়রুল পাপন। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাজু খাদেম, আরফান, তানজিকা, নাবিলা, তাসনুভা প্রমুখ। রাত সাড়ে ১০টায় প্রচারিত একক নাটক দুপুর রোদেও ছায়া। রচনা জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনায়  তাইফুর জামান আশিক। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি প্রমুখ।

রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক গোঁফ। রচনা লিটু সাখাওয়াত। পরিচালনায় রুমান রুনি। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া নদী, আরফান, সানজিদা তন্ময় প্রমুখ। রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম মৃদুমন্দ ভালোবাসা। রচনা সোমেশ্বর অলি। পরিচালনায় তপু খান। এতে অভিনয় করেছেন সজল, তিশা প্রমুখ।

এটিএন বাংলা
সকাল সাড়ে ৮টায় প্রচারিত হবে একক নাটক ননসেন্স। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, রিচি, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক বিবাহ সমাচার। রচনা মেহরাব জাহিদ। পরিচালনায় মুরসালিন শুভ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, ফারুক আহমেদ, রুনা খান, কচি খন্দকার, সুষমা সরকার, কিসলু, আইরিন প্রমুখ। রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক চুটকি ভান্ডার। শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাজু খাদেম, ইশানা, আখম হাসান, আলভী, শামীম জামান, অহনা, তারিক স্বপন, তুষার খান, অরিন প্রমুখ।

রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে একক নাটক কালো চিঠি। রচনায় মাসুম শাহরিয়ার। পরিচালনায় চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শমী কায়সার, আফনানা মিমি, নাজিরা মৌ। রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক মাই নেম ইজ ব্যাড। রচনা রওনক হাসান। পরিচালনায় সালাউদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন রওনক, সানজিদা প্রীতি, শ্যামল মওলা, ছন্দা, আজিজুল হাকিম, পারভীন আখী, অথৈ, নরেশ ভূইয়া, ম আ সালাম প্রমুখ।রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে টেলিফিল্ম ভাঙ্গন। রচনা সাজিন আহমেদ বাবু। পরিচালনায় আবু হায়াৎ মাহমুদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মম, আজাদ আবুল কালাম।

বৈশাখী
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘হাইপ্রেসার’। রচনা ও পরিচালনায় : আদিবাসী মিজান। অভিনয়ে : মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আখম হাসান, কাজী উজ্জল। সন্ধ্যা  ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ব্রেক ফেইল-টু’ (১ম পর্ব)। রচনা ও পরিচালনায় : আকাশ রঞ্জন। অভিনয়ে :   এটিএম শামসুজ্জামান, অহনা, মীর সাব্বির, সিদ্দিক, হাসান মাসুদ, আরফান, ম ম মোর্শেদ।

রাত  ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘মায়া’। রচনা : মেজবাহউদ্দিন সুমন ও পরিচালনা : হাসান মোরশেদ। অভিনয় : ফজলুর রহমান বাবু, মৌটুসী, আখম হাসান। রাত  ৯টা ২০ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘দাদার দেশের ডাক্তার’। রচনা ও পরিচালনা : অনিমেষ আইচ। অভিনয়ে : মোশারফ করিম, ভাবনা, রওনক হাসান, ফারুক আহমেদ।

চ্যানেল নাইন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। রচনা : শফিকুর রহমান শান্তনু। পরিচালনা : সকাল আহমেদ। অভিনয়ে : ইরেশ যাকের, সাজু খাদেম, আরফান আহমেদ, ঊর্মিলা, নাজিরা আহমেদ মৌ, সানজিদা তম্ময়সহ  আরো অনেকে। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘যাদুর বাক্স’। পরিচালনা : আবু হায়াত মাহমুদ। অভিনয়ে : চঞ্চল চৌধুরী, বড়দা মিঠু,সাজু খাদেম, সুমাইযা শিমু, রুনা খান প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে একক নাটক ‘দেখাদেখি’। রচনা ও পরিচালনা : কাজল আরেফিন অমি। অভিনয় : সজল, তানজিন তিশাসহ অনেকে। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘বিশুদ্ধ প্রেম কাহিনি’। রচনা ও পরিচালনা : এস এ হক অলিক। অভিনয় : আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদসহ অনেকে।

এশিয়ান টিভি
বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক প্রাইভেট পাগলামি। পরিচালনা : অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন ডি এ তায়েব, আ খ ম হাসান, মেহেরুন নিসা, ফারুক আহমেদ, বাঁধন, রিমি করিম, শামীমা নাজনীন সহ আরো অনেকে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক স্পেশাল গরু চোর। পরিচালনা : হাসান জাহাঙ্গীর। নাটকটিতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, শাহরিয়ার নাজিম জয়, হুমায়রা হিমু, এ্যানি খান, তমাল মাহবুব সহ আরো অনেকে।

রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক আসিতেছে তাঁরা খান। আদিবাসী মিজানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, সিদ্দিক, ফারুক আহমেদসহ আরো অনেকে। রাত ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক কেরানি নামে কার্ণেগী। পরিচালনা : মাসুদ মহিউদ্দিন। নাটকটিতে অভিনয় করেছেন  মোশাররফ করিম, জুই করিম, শতাব্দী ওয়াদুদ, তাহমিনা সুলতানা মৌ, রাশেদ মামুন অপু, শামীমা তুষ্টিসহ আরো অনেকে।

রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সঙ্গ দোষে সর্বনাশ। পরিচালনা : চন্দন চৌধুরী। নাটকটিকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, আ খ ম হাসান, তানজিকাসহ আরো অনেকে।রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চক চক করলেই সোনা হয় না। পরিচালনা : শামীম জামান। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শবনম ফারিয়া, আ খ ম হাসান, জুই করিম, নাবিলসহ আরো অনেকে।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৫টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফান্দে পড়িয়া বগা কান্দে। এতে অভিনয় করেছেন ইরেশ জাকের, সাজু খাদেম, আরফান আহমেদ, শবনম ফারিয়া। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক বৌ শাশুড়ি বাড়াবাড়ি। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাঈম, আইরিন আফরোজ, মনিরা মিঠু। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক পরাণের গুগলি। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, অ্যালেন শুভ্র প্রমুখ।

রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে একক নাটক ব্ল্যাক বেঙ্গল-দ্য সেলফি হিরো। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, প্রাণ রায়, এনামুল হক, টয়া প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক গোয়েন্দা মামা। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, তাহসিন, গোলাম কিবড়িয়া প্রমুখ। রাত ১১টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক মনের সিগন্যাল। এতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া মীম, শামীম হাসান সরকার, তামিম, মেরিলিন, রাবা খান প্রমুখ। 



রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৭/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়