ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হুমকি রাবাদা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হুমকি রাবাদা

ক্রীড়া ডেস্ক : ইনজুরির মড়ক লেগেছে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং শিবিরে। ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডারের পর সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছেন মরনে মরকেল।

দলের অভিজ্ঞদের ইনজুরির মাঝেও নিজের সেরাটা দিয়ে চলছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। পচেফস্ট্রুমের মতো ব্লুমফন্টেইনেও বাংলাদেশি ব্যাটসম্যানদের বিপক্ষে তিনি হুমকি হয়ে দাঁড়াবেন বলে মনে করছে দক্ষিণ আফ্রিকার গনমাধ্যমগুলো। কেননা দ্বিতীয় টেস্টে পেস অ্যাটাক নেতৃত্ব যে দেবেন আগ্রাসী এ পেস বোলার।

প্রথম টেস্টে মরকেলের ছিটকে পড়ার পরও দলের পেস আক্রমণ দারুণ দক্ষতায় সামলিয়েছেন রাবাদা। দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন পাঁচ উইকেট। তাই ম্যানগাউং ওভালে প্রোটিয়া পেস বোলিংয়ের এই পেসার যত বেশি উইকেট পাবেন ততই বিপদে পড়বে মুশফিকুর রহিমের দল।

প্রোটিয়াদের হয়ে টেস্ট অভিষেকের পর ২১ ম্যাচে ৯২ উইকেট নিয়েছেন রাবাদা। পচেফস্ট্রুম টেস্টটি বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেক হলেও ওয়ানডেত বাংলাদেশের বিপক্ষে দারুণ সুখস্মৃতি রয়েছে রাবাদার। ওয়ানডে অভিষেক ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষেই হ্যাটট্রিকসহ ছয় উইকেট তুলে নিয়েছিলেন প্রতিভাবান আগ্রাসী এ পেসার।



রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়