ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডকইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডকইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে বন্দর উপজেলার খেয়াঘাট সংলগ্ন খন্দকার ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন, বিল্লাল (৪০), সোহরাওয়ার্দি (৩৫), কবির (২৮) ও হাসিম (৪০)। তাদের প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে খন্দকার ডকইয়ার্ডে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে যে জাহাজে কাজ হচ্ছিল ওই জাহাজের ম্যানেজার আসলাম রাইজিংবিডিকে জানান, দ্রুত কাজ শেষ করার জন্য জাহাজের কন্ট্রাকটার বাদশা মিয়া পাশের খান ডকইয়ার্ডে কর্মরত ওই চার শ্রমিককে ওভারটাইমে কাজ করাচ্ছিলেন। শুক্রবার সকালে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই চার শ্রমিক দগ্ধ হন। 

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২০ অক্টোবর ২০১৭/হাসান উল রাকিব/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়