ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিটির জয়ের ম্যাচে রেকর্ড ছুঁলেন আগুয়েরো

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিটির জয়ের ম্যাচে রেকর্ড ছুঁলেন আগুয়েরো

ক্রীড়া ডেস্ক: পেপ গার্দিওলার অধীনে চলতি মৌসুমে দারুণ ফর্মে ম্যানচেস্টার সিটি। ইংলিশ লিগে গতকাল বার্নলির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা। সিটির জয়ে গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন দলটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

ইতিহাদ স্টেডিয়ামে বার্নলিকে স্বাগত জানায় ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরো ছাড়া শনিবার রাতে সিটির হয়ে বাকি দুটি গোল করেন নিকোলাস ওটামেন্ডি ও লেরয় স্যান। ম্যাচ শুরু হওয়ার ৩০ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেন আগুয়েরো।

২০১১ সালে লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আগুয়েরো। ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিজের সেরাটা জানান দিয়ে এ পর্যন্ত ১৭৭ গোল করলেন আগুয়েরো। সমান সংখ্যক গোল নিয়ে সিটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটির এককভাবে মালিক ছিলেন সিটির প্রাক্তন ফরোয়ার্ড এরিক ব্রুক। গতকাল তার রেকর্ডে ভাগ বসিয়েছেন আগুয়েরো।

নিজেদের মাঠে ম্যাচের ৭৩ মিনিটে সিটির ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস ওটামেন্ডি। আর দলটির হয়ে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার স্যান।

চলতি মৌসুমেলিগে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ম্যানসিটি। ৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার প্রশিক্ষিত দলটি। গতকাল হুদার্সফিল্ড টাউনের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা ম্যানচেস্টার ইউনাইটেড ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়