ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছক্কার সংখ্যা নিয়ে পরিকল্পনা করিনি : গেইল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছক্কার সংখ্যা নিয়ে পরিকল্পনা করিনি : গেইল

ক্রীড়া প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে রংপুর রাইডার্সের হয়ে এবারের আসরে অভিষেক হতে যাচ্ছে ক্রিস গেইলের। তার সঙ্গে কাল উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে বিশ্বের আরেক আক্রমণাত্মক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে।

টি-টোয়েন্টি ক্রিকেট ক্রিস গেইল ব্যাট হাতে মাঠে থাকা মানেই ছক্কার বৃষ্টি! রংপুরের হয়ে আগামীকাল তার বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় রয়েছে ভক্তরা। আজ একাডেমি মাঠে অনুশীলনের পর সাংবাদিকদের সামনে কথা বলেছেন গেইল।

পঞ্চম আসরে বিপিএলে অংশ গ্রহণ নিয়ে গেইল বলেন, ‘বাংলাদেশে এসে আবারও বিপিএলের অংশ হতে পেরে ভালো লাগছে। নতুন একটি দলের হয়ে খেলার জন্য অপেক্ষায় রয়েছি। এমন একটি দলের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার।’

আইপিএলের পর এই প্রথম ম্যাককালামের সঙ্গে উদ্বোধনী জুটিতে দেখা যাবে গেইলকে। ম্যাককালামের সঙ্গে জুটি নিয়ে ক্যারিবীয় তারকার বক্তব্য, ‘আমরা জানি ব্রেন্ডন ম্যাককালাম কতটা আক্রমণাত্মক। তার সঙ্গে আবারও উদ্বোধনী ব্যাটিং করার সুযোগ আর্শীবাদের মতো। আমরা দুজনে আইপিএলে ওপেনিং করেছিলাম। এখন আমরা আবারও এক হচ্ছি। আক্রমণাত্মক খেলার জন্য আমাদের দুজনের খেলায় অংশ নেওয়াটা নতুন হতে পারে তবে আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে। আমাদের ওপর সমর্থকদের বড় প্রত্যাশা রয়েছে। আমরা আগামীকাল ম্যাচে সেরাটা দিতে চাই।’



নিজের আগ্রাসী ব্যাটিংয়ের উদ্দেশ্য নিয়ে গেইল বলেন, ‘অধিকাংশ সময় ব্যাটিংয়ের মাধ্যমে ভক্তদের আনন্দ দেওয়াটাই আমার লক্ষ্য থাকে। তারা আনন্দ পেতে টাকা খরচ করে থাকে। মাঝে মাঝে বেশি ছক্কা হাঁকাতে গিয়ে আমাকে সমস্যায় পড়তে হয়। আর সেটি হলেই সবাই আনন্দ পায়।’

ম্যাককালামের সঙ্গে পরিকল্পনা নিয়ে ক্যরিবীয় দানবের ভাষ্য, ‘আমাদের দুজনের ভাবনা একই। খেলার পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে। ম্যাককালাম এবং আমার মধ্যে প্রমাণ করার মতো কিছু নেই।  এখানে কেবল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে উপভোগ করে আমরা খেলতে এসেছি। যদি কোনো বিশেষ বোলারের বিপক্ষে ভালো খেলতে হয় আমরা সেটাই চেষ্টা করবো।’

গেইল মানেই ওভার বাউন্ডারিতে ক্রিকেট প্রেমীদের বিনোদন দেওয়া। বিপিএলে সর্বোচ্চ (৬০) ছক্কার রেকর্ড তার দখলে। এবারের আসরে কতটি ছক্কা হাঁকানোর পরিকল্পনা গেইলের ? এমন প্রশ্নের জবাবে গেইল বলেন, ‘সাধারণত একটি টুর্নামেন্টে কতগুলো ছক্কা হাঁকাবো সে পরিকল্পনা করি না। আশা করি আগামীকাল ভালো শুরু করতে পারব এবং টুর্নামেন্টের জন্য মোমেন্টাম গড়ে দিতে পারব।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়