ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মন্দায়' ভুগছে না বার্সা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মন্দায়' ভুগছে না বার্সা

ক্রীড়া ডেস্ক: মৌসুমের শুরু থেকেই আগুনে ফর্মে থাকলেও সব প্রতিযোগিতায় শেষ পাঁচ ম্যাচে বার্সেলোনার জয় মাত্র দুটিতে। তাই কাতালান ক্লাবটির ছন্দ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নিন্দুকেরা। তবে লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচের আগে সমালোচকদের সতর্ক করেছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভর্দে।

লা লিগায় চলতি মৌসুমে এখনো পর্যণ্ত কোনো ম্যাচে হারেনি বার্সা। ২৪ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার গড়া টানা ৩১ লিগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে চোখ আর্নেস্তো ভালভর্দের বার্সার। অপরাজিত থাকার লক্ষ্যে আজ প্রতিবেশি জিরোনাকে স্বাগত জানাবে কাতালান ক্লাবটি।

সবশেষ এস্পানিওল ও গেটাফের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছে বার্সা। ফর্ম হারিয়ে বার্সা ডুবে যাচ্ছে বলে রব তুলছে নিন্দুকেরা। বিষয়টি মানতে নারাজ বার্সা বস।  জিরোনার বিপক্ষে মাঠে নামার আগে ভালভর্দে বলেন, ‘আমি মনে করি না আমরা ডুবে যাচ্ছি। আমি চেলসির বিপক্ষে ছেলেদের কাছে আরও গোলের প্রত্যাশী ছিলাম। কিন্তু চেলসি খুবই ভালো দল। ঘরের মাঠে টানা দুইটি ম্যাচ আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা অতিমন্দায় ভুগছি না।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়