ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হাটুর চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে আগুয়েরো

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাটুর চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে আগুয়েরো

ক্রীড়া ডেস্ক : হাটুতে চোটের কারণে দুই সপ্তাহে মাঠের বাইরে থাকতে হবে ম্যানচেস্টার সিটির স্টাইকার সার্জিও আগুয়েরোকে। এক টুইট বার্তায় নিজেই এ কথা নিশ্চিত করেছেন আর্জেন্টাইন এ তারকা। গতকাল দলের অনুশীলনের সময় চোট পান তিনি।

বাঁম হাটুতে চোট থাকায় গতকাল ম্যানচেস্টার সিটির হয়ে স্টোক সিটির বিপক্ষে জয়ের ম্যাচেও খেলতে পারেননি আগুয়েরো। নিজের চোট নিয়ে টুইট বার্তায় আগুয়েরো জানান, ‘গতকাল অনুশীলনের সময় আমি বাঁ  হাটুতে অস্বস্তি বোধ করি। ক্লাবের ডাক্তাররা বলেছেন এর জন্য আমাকে দুই সপ্তাহ দলের বাইরে থাকতে হবে। এখন সেরে উঠার জন্য পুনর্বাসনে যেতে হবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে আগুণে ফর্মে আগুয়েরোর ক্লাব ম্যানচেস্টার সিটি। সবশেষ স্টোক সিটির বিপক্ষে ডেভিড সিলভার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা।  এ জয়ের পর ইংলিশ লিগ শিরোপার উচ্ছ্বাস করতে আর মাত্র দুই জয় দূরে রয়েছে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি। দুই সপ্তাহ মাঠের বাইরে থাকলে মাঠের বাইরে থেকেই নিজ দলের শিরোপার উচ্ছ্বাসে যোগ দিতে হবে আগুয়েরোকে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়