ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘একে গুনগুন দুয়ে পাঠ’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘একে গুনগুন দুয়ে পাঠ’

বিনোদন প্রতিবেদক: আজকাল আমরা অধিকহারে আধুনিক হয়ে ওঠার চেষ্টা করছি। দিন বদলের সাথে সাথে বাড়ছে আধুনিকতার দাপট। পাল্টে যাচ্ছে আধুনিকতার সংজ্ঞা। প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে সমাজ। এর অপব্যবহার ও অপপ্রয়োগ বাড়ছে। ফলে গোলমেলে অবস্থা বিরাজ করছে আমাদের সমাজ ব্যবস্থায়। উশৃঙ্খল ও বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম।

শৈশব থেকে কৈশোরে পদার্পণের আগেই ছেলেমেয়েরা হারিয়ে ফেলছে মূল্যবোধ। তরুণ প্রজন্মকে এই সমাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে বাঁচাতে এবং জীবনবোধের সঠিক উপলব্ধি জাগাতে নির্মাণ করা হয়ছে টিভি নাটক ‘একে গুনগুন দুয়ে পাঠ’। রাইজিংবিডিকে এ কথা জানান নাটকটির পরিচালক মনন আসাদ। ঈদের বিশেষ এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, লুৎফর রহমান জর্জ, ওয়ালিউল হক রুমি, সাইকা আহমেদ, স্নিগ্ধা শ্রাবণ, অপু আহমেদ, সুমন আচার্য্য, রিফাত সৌরভসহ অনেকে।

এ প্রসঙ্গে মনন আসাদ রাইজিংবিডিকে বলেন, ‘ছোটবেলায় আমরা যখন বাড়িতে একা একা পড়তাম তখন গুনগুন করে পড়তাম কিন্তু যখন পাঠশালার ক্লাসে বন্ধুদের সাথে পড়তাম তখন তালে তাল মিলয়ে জোরে (কোরাস) পড়তাম। তেমনি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই যদি ভালো কাজ করি, ভালো চিন্তা করি তাহলেই এগোবে বাংলাদেশ, দূর হবে নেশা আর মাদকতা। বিপথগামী না হয়ে ফিরে আসবে তরুণ প্রজন্ম। কেউ একজন একা জীবনবোধ উপলব্ধি করলে সামজিক মূল্যবোধের অবক্ষয় রোধ করা সম্ভব নয়- ছোটবড় সকলকেই জীবনবোধের উপলব্ধি করতে হবে।’

তিনি আরো বলেন, ‘নাটকটি নির্মাণ ইতিমধ্যেই শেষ করা হয়েছে। আসছে রোজার ঈদে নাটকটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে। নাটকে দর্শক বিনোদনের পাশাপাশি কিছু সামাজিক বিষয় উপলব্ধি করতে পারবেন।’

‘একে গুনগুন দুয়ে পাঠ’ নাটকটি রচনা করেছেন ফেরদৌস হাসান।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়